দৈনিক ফেনীর সময়

রামপুরে বিলাশ টাওয়ারে ৭ তলার অনুমোদন নিয়ে ৯ তলা নির্মাণ

রামপুরে বিলাশ টাওয়ারে ৭ তলার অনুমোদন নিয়ে ৯ তলা নির্মাণ

নিজস্ব প্রতিনিধি :

ফেনী শহরের রামপুর এলাকায় ভবন তৈরি করার জন্য অনুমোদন নেওয়া হয়েছিল ৭তলা। কিন্তু সেখানে তৈরি হয়েছে ৯ তলা ভবন। আরো এক তলা বর্ধিতকরনের প্রস্তুতি চলছে। ইমারত নির্মাণ বিধিমালা না মেনে নির্মিত ভবনের বর্ধিত অংশ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে পৌরসভা। এছাড়া ফায়ার সার্ভিস ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রও নেয়া হয়নি।

স্থানীয় সূত্র জানায়, দাগনভূঞার জায়লস্কর ইউনিয়নের উত্তর আলামপুর গ্রামের বাসিন্দা খবির আহমদ শহরের রামপুর বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন স্থানে ভবন নির্মাণ শুরু করেন। এজন্য ফেনী পৌরসভা থেকে ৭ তলা ভবন নির্মাণের অনুমোদন দেয়া হয়। সাবেক কাউন্সিলর মোহাম্মদ মানিকের বাড়ির সামনে নির্মানাধীন ওই ভবনটি এখন সুউচ্চ ৯ তলা নির্মাণ করা হয়। ইতিমধ্যে ভবনটিতে ২১৫০ স্কয়ার ফুট, ১৬৫০ স্কয়ার ফুট ও ১১৫০ স্কয়ার ফুটের তিন ধরনের সাইজের ফ্ল্যাট বুকিং দেয়া হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, বৃহস্পতিবার বিকালে ভবনটি পরিদর্শনে যান পৌরসভার প্রশাসক ও জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মো: বাতেন। তিনি ভবন মালিকের ছেলের সঙ্গে কথা বলে অনুমোদন ব্যতীত অতিরিক্ত দুটি তলা নির্মাণের কারণ জানতে চান। একইসাথে সড়কের উপর নির্মাণ সামগ্রী রাখায় চলাচলে ব্যাঘাত ঘটায় বালু অপসারনের নির্দেশ দেন।

পৌরসভা সূত্র জানায়, পৌরসভার অনুমোদিত নকশার অতিরিক্ত কাজ করায় বিলাশ টাওয়ার কর্তৃপক্ষকে নোটিশ দেয়া হয়েছে। আগামী তিনদিনের মধ্যে অনুমোদিত নকশা সহ স্ব-শরীরে পৌরসভা কার্যালয়ে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। একইসঙ্গে অবৈধভাবে নির্মিত অংশবিশেষ নিজ দায়িত্বে অপসারনের জন্য বলা হয়েছে। পৌরসভা আইন- ২০০৯ দ্বিতীয় তফসীলের ৩৬ (৩) পৌরসভার ক্ষমতাবলে অবৈধভাবে নির্মিত ইমরাত অথবা ইমারতের অংশবিশেষ অপসারন করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।

ফেনী পৌরসভার প্রশাসক গোলাম মো: বাতেন ফেনীর সময় কে বলেন, ৭ তলার অনুমোদন নিয়ে ৯ তলা পর্যন্ত নির্মাণের সুযোগ নেই। এটি অবৈধ। অনুমোদনহীন ভবনের অতিরিক্ত অংশ অপসারনে ইতিমধ্যে ভবন মালিককে নোটিশ দেয়া হয়েছে। পর্যায়ক্রমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক তানভীর হোসেন জানান, ভবনটি নির্মাণে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র দেয়া হয়নি। এ ব্যাপারে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!