দৈনিক ফেনীর সময়

রামপুরে রাসায়নিক মেশানো ভেজাল মসলা উদ্ধার, ব্যবসায়ী গ্রেফতার

রামপুরে রাসায়নিক মেশানো ভেজাল মসলা উদ্ধার, ব্যবসায়ী গ্রেফতার

শহর প্রতিনিধি :

ফেনী শহরের রামপুর এলাকা থেকে দেড় হাজার কেজি রাসায়নিক মেশানো ভেজাল মসলাসহ ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাতে শহরের তাকিয়া রোডের রামপুর শিশু একাডেমির পাশে বিসমিল্লাহ মিলে অভিযান চালান র‌্যাব-৭ এর ফেনী ক্যাম্পের সদস্যরা।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শহরের তাকিয়া রোডের রামপুর শিশু একাডেমির পাশে বিসমিল্লাহ মিলে ভেজাল মসলা তৈরির খবর জানতে পেরে অভিযান চালানো হয়। এরপর র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের একটি আভিযানিক দল রাত ১২টার দিকে সেখানে অভিযান চালায়। তাদের দেখে এক ব্যক্তি কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা তাকে আটক করেন। আটক মো: সাঈদ হোসেন (৩৫) সোনাগাজী উপজেলার ছড়াইতকান্দি এলাকার মৃত আবদুর রউফের ছেলে। পরে তাকে জিজ্ঞাসাবাদের পর মিল ঘরের ভেতর তল্লাশি করে ৩২টি সাদা প্লাস্টিকের বস্তায় রং ও খুদ মেশানো দেড় হাজার কেজি ভেজাল হলুদ-মরিচের গুঁড়া উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাঈদ র‌্যাবকে জানায়, দীর্ঘদিন ধরে অসৎ উপায় অবলম্বন করে সে বিভিন্ন মসলাসহ হলুদ-মরিচের গুঁড়ার সঙ্গে চালের ভাঙ্গা খুদ, কুড়া ও বিভিন্ন রাসায়নিক পদার্থ মিশিয়ে ভেজাল মসলা তৈরি করে আসছিল।

র‌্যাব-৭ এর ফেনী ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, আটক আসামি ও উদ্ধার ভেজাল মসলা সংক্রান্ত বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে বৃহস্পতিবার ভোরে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!