অনলাইন ডেস্ক:
রোমাঞ্চকর ফাইনালে ঢাকাকে হারিয়ে চ্যাম্পিয়ন রংপুর
ন্যাশনাল ক্রিকেট লিগের (এনসিএল) ফাইনালে আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা মেট্রোর বিপক্ষে মাঠে নেমেছিল রংপুর বিভাগ। আগে ব্যাট করতে নেমে রংপুরের বোলারদের তোপে ঢাকা অলআউট হয় স্রেফ ৬২ রানে। অল্প রানের লক্ষ্যে ব্যাট করতে নেমেও ৫ উইকেট হারায় রংপুর, তবে শেষ পর্যন্ত ম্যাচটি ৮.৪ ওভার হাতে রেখেই জিতে নিয়েছে আকবর আলির দল।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল রংপুরও। ১৮ রানেই ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। তবে শেষ পর্যন্ত জয় ঠিকই পেয়েছে আকবর আলির দল। তবে আরিফুল হক ও এনামুল হক এনামের প্রতিরোধী ইনিংসের সুবাদে শেষ পর্যন্ত ৫ উইকেট হাতে রেখেই জয় পায় রংপুর।
এর আগে টসে জিতে বোলিং করতে নেমে দুর্দান্ত খেলেছেন রংপুরের দুই বোলার মুকিদুল ইসলাম মুগ্ধ আর আলাউদ্দিন বাবু। এ দুজন মিলে রীতিমত ধ্বসিয়ে দিয়েছেন ঢাকার ব্যাটিং অর্ডার। মুগ্ধ-বাবুদের তোপে ব্যর্থ হয়েছেন নাইম শেখ, শামসুর রহমান শুভ, মোসাদ্দেক হোসেন সৈকত কিংবা ইমরানুজ্জামানের মতো ঘরোয়া ক্রিকেটের পরীক্ষিত সব তারকা ক্রিকেটার।
মুগ্ধ-বাবুর তোপে দলীয় ১৬ রানেই ৫ উইকেট হারিয়ে বসে ঢাকা। ঢাকার হয়ে সর্বোচ্চ ১৪ রান করেছেন শামসুর রহমান শুভ, এছাড়া আবু হায়দার রনি করেছেন ৯ বলে ১৩ রান। শেষ পর্যন্ত ঢাকার সংগ্রহ দাঁড়ায় ৬২ রানে। রংপুরের হয়ে ৩ টি করে উইকেট নিয়েছেন রংপুরের হয়ে ৩ টি করে উইকেট। দুজনেই দিয়েছেন ১৩ রান করে।