নিজস্ব প্রতিনিধি :
ফেনী সরকারি জিয়া মহিলা কলেজের অধ্যক্ষ পদে নিয়োগ পেয়েছেন ১৪ বিসিএস কর্মকর্তা অধ্যাপক মাহাবুবুল করিম। চব্বিশের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পটপরিবর্তনের পর লক্ষ্মীপুর সরকারি কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন-বিক্ষোভের মুখে তিনি আর কলেজে যাননি। বৃহস্পতিবার তিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষ আহমদ হোসেনের কাছ থেকে অধ্যক্ষ পদে দায়িত্বভার গ্রহণ করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বিগত সরকারের আমলে অধ্যক্ষ পদে দায়িত্ব পালনের সময় মাহাবুবুল করিমের বিরুদ্ধে দূর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠে। ক্ষমতার পটপরিবর্তনের পর তাকে নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনের সময় অপসারণ দাবী করা হয়। আন্দোলনের মুখে তিনি ওই কলেজে আর ঢুকতে পারেননি। অধ্যক্ষ মাহাবুবুল নামে-বেনামে বিভিন্ন বিল-ভাউচার দিয়ে কলেজের অর্থ আত্মসাৎ করেছেন। তার উদাসীনতায় কলেজটিতে শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলার পরিবেশ নষ্ট হয়। আওয়ামী লীগ সরকারের লেজুড়বৃত্তি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিরোধী ছিলেন তিনি। কলেজ খোলার প্রথমদিন থেকেই তাকে সেখানকার শিক্ষার্থীরা খোঁজ করায় কলেজে যাননি তিনি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেনী জেলার সাবেক সমন্বয়ক আবদুল কাইয়ুম সোহাগ বলেন, ‘বিগত সময়ে যারা আওয়ামীলীগের সাইনবোর্ড ব্যবহার করে অনিয়ম-দূর্নীতি তথা আওয়ামী ফ্যাসিবাদ কায়েম করেছে এমনকি প্রতিষ্ঠানগুলোকে দলীয়করন করেছে তাদের ফেনীর মাটিতে কোন প্রতিষ্ঠানে সুযোগ দেয়া হবেনা। অভ্যুত্থান পরবর্তী আওয়ামীলীগকে সহযোগিতা করেছে এমন কাউকে কোন প্রতিষ্ঠানে দেখতে চাইনা। যারা এ ধরনের ব্যক্তিকে সহযোগিতা করবে তাদেরও প্রতিহত করা হবে।’