সদর প্রতিনিধি :
ফেনী শহরের অদূরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপোল এলাকায় রবিবার গভীর রাতে মালবাহী কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দূর্বৃত্তরা।
ফেনী ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র ষ্টেশন অফিসার আবদুল মজিদ জানান, রবিবার রাত দেড়টার দিকে খবর পেয়ে তারা ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। ডায়মন্ড কার্গো সার্ভিস’ নামের কাভার্ডভ্যানটি চট্টগ্রাম থেকে কার্টুন ভর্তি মালামাল নিয়ে ছেড়ে এসেছিলো।
ফেনী মডেল থানার সেকেন্ড অফিসার ইমরান হোসেন জানান, পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গেলেও কাউকে আটক করতে পারেনি।