আরিফ আজম :
ফেনী শহরতলীর লালপোলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে সড়ক ও জনপদ বিভাগের জায়গা দখল করে ট্রাক টার্মিনাল নির্মাণ করেছেন পরিবহন শ্রমিক নেতা মোহাম্মদ আলী। তিনি পৌরসভার ৬নং ওয়ার্ড আওয়ামীলীগ সদস্য ও ওয়ার্ড শ্রমিক লীগ সভাপতি।
স্থানীয়রা জানান, গত বেশ কিছুদিন ধরে দলীয় প্রভাব খাটিয়ে মহাসড়কের ঢাকামুখী লেনের পাশেই জায়গা দখল করেন মোহাম্মদ আলী। ওই জায়গা রাতের আঁধারে বালু দিয়ে ভরাট করা হয়। পর্যায়ক্রমে সেখানে ভূঞা ট্রান্সপোর্ট এজেন্সি এন্ড ট্রাক টার্মিনালের সাইনবোর্ড টাঙ্গিয়ে ট্রাক টার্মিনাল গড়ে তুলেন। মহাসড়কের বিপরীত পাশে তার ভাড়া জায়গায় ট্রাক টার্মিনাল থাকলেও সেটি স্থানান্তর করা হচ্ছে।
সরেজমিনে রবিবার দুপুরে দেখা গেছে, সেখানে চারটি ট্রাক পার্কিং রয়েছে। চট্টগ্রাম থেকে ঢাকাগামী সিলন কোম্পানীর একটি কাভার্ডভ্যান পার্কিং করা হয়। পার্কিংয়ের বিনিময়ে তাদের কাছ থেকে টাকা নেয়া হয়। শুধু তাই নয়, দখলকৃত জায়গার পেছনের অংশেও টার্মিনালের পরিধি বাড়ানো হচ্ছে। ওই জায়গাটি দখলের পর আশপাশেও দখলদারের পরিমাণ দিনদিন বাড়ছে।
অবশ্য জায়গাটি সড়কের বলে মোহাম্মদ আলী ফেনীর সময় কে স্বীকার করেছেন। তার দাবী, ‘সোহেল নামে সড়ক ও জনপদ বিভাগের এক ব্যক্তির কাছ থেকে তিনি এই জায়গা ভাড়া নিয়েছেন’।
ফেনীস্থ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী বিনয় পাল ফেনীর সময় কে জানান, সড়কের জায়গা দখলের বিষয়টি তিনি অবগত নন। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।