তিতু সভাপতি, তানিম সম্পাদক
নিজস্ব প্রতিনিধি :
ফেনীতে লিভারপুল ক্লাবের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল শুক্রবার বিকালে শহরতলীর তৃপ্তি স্পোর্টস ক্লাব এন্ড সেন্টারে (টিএসসি ফেনী) এক সাংবাদিক সম্মেলনে ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও উপদেষ্টাদের উপস্থিতিতে কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটির সভাপতি ফখরুদ্দীন আলী আহমেদ তিতু ও সাধারণ সম্পাদক আনম ছালে জহুর তানিম।

কমিটির অপরাপর নেতৃবৃন্দ হলেন- সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিন আল মামুন ভূঁঞা, সহ-সভাপতি আলী আকবর, সিরাজু উদ্দিন ভূঁঞা ও আবদুল হাই ছুট্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মো: এনামুল হক ভূঁঞা, সহ-সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন লিটন, আমিন উদ্দিন মুন্না, রিয়াদ উল করিম মৃধা, সাংগঠনিক সম্পাদক খুরশিদ রহমান সূর্য, সহ-সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান রুমন, ক্রীড়া সম্পাদক মর্তুজা সুমন মিয়াজী, সহ-ক্রীড়া সম্পাদক মো: সুজন, দপ্তর সম্পাদক মো: মহিউদ্দিন সুমন, সহ-দপ্তর সম্পাদক মো: ওমর ফারুক বাবু, প্রচার সম্পাদক আরিফুল ইসলাম সুমন, সহ-প্রচার সম্পাদক জামশেদ আলম, অর্থ সম্পাদক আনিছুর রহমান জনি, সহ-অর্থ সম্পাদক শরিফুল ইসলাম সহ ৫৫ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়েছে।
এছাড়া পৌর বিএনপির আহবায়ক দেলোয়ার হোসেন বাবুল ও জেলা বিএনপির সদস্য আতাউল হক অশ্রু সহ ১০জনকে নিয়ে উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে।
ফখরুদ্দীন আলী আহমেদ তিতু বলেন, লিভারপুল ক্লাব ১৯৯০ সালে প্রতিষ্ঠা করা হয়েছে। প্রতিষ্ঠাকালীন অনেক সদস্যরা উপস্থিত রয়েছে অনেকে প্রয়াত। শহরের একাডেমী এলাকায় এ লিভারপুল ক্লাবের জন্ম হয়। তৎকালীন সময়ে সমসাময়িক যুবক ও কিশোরদের নিয়ে এ ক্লাবের যাত্রা শুরু হয়। তখন ক্লাবের অধীনে বিভিন্ন স্থানে খেলাধুলায় অংশগ্রহন করে কৃতিত্ব অর্জন করে। এরপর সবাই ছাত্র জীবন শেষে কর্মব্যস্ত হয়ে পড়ায় ক্লাবটির কার্যক্রম অনেকটা কমে যায়। তবে ক্লাবের মালিকানা কাউকে দেয়া হয়নি। এখন আবার ক্লাব যুব সমাজের চাহিদার আলোকে আমরা যুবকদের নিয়ে এগিয়ে যেতে চাই। ক্লাবটি আবারও ক্রীড়াঙ্গণে ভালো অবস্থান ফিরে পাবে এমনটি তাদের আত্মবিশ্বাস রয়েছে বলেও জানান তিনি।