নিজস্ব প্রতিনিধি:
ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী লেমুয়া চম্পাকলি সাংস্কৃতিক গোষ্ঠী আয়োজিত জুনিয়র ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন হয়েছে।
বৃহস্পতিবার বিকালে লেমুয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট নুর হোসেন।
বিশেষ অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ কে শহীদ উল্লাহ খোন্দকার, লেমুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ উদ্দিন নাসিম, ফেনী সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি আকরামুজ্জামান রাজু, চম্পাকলির সাংস্কৃতিক গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি ওবায়দুল হক, প্রতিষ্ঠাতা সদস্য শহিদুল ইসলাম ইরান,নুরুল আমিন বাটলার, আকতার হোসেন, ইউপি সদস্য কামাল উদ্দিন, মাসুদ তালুকদার।
লেমুয়া চম্পাকলি সাংস্কৃতিক গোষ্ঠী সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক মিলনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মো. ওমর ফারুক, সহ-সভাপতি এম. এমরান পাটোয়ারী, সাধারণ সম্পাদক আজম খাঁন, লেমুয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য নুরুল আমিন।
টুর্ণামেন্ট কমিটির আহবায়ক জসিম উদ্দিন জানান, যুব সমাজকে ক্রীড়ামুখী করতে লেমুয়া চম্পাকলি সাংস্কৃতিক গোষ্ঠী খেলাধুলাসহ নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে। এরই ধারাবাহিকতায় ১ সেপ্টেম্বর থেকে জুনিয়র ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এখানে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর ৬টি জুনিয়র ফুটবল দল অংশগ্রহন করছে।
এদিকে জুনিয়র ফুটবল টুর্নামেন্ট শুরুর আগে লেমুয়া চম্পাকলি সাংস্কৃতিক গোষ্ঠীর সদস্যদের অংশগ্রহণে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠান ও প্রীতি ফুটবল ম্যাচে বিপুলসংখ্যক ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন।
খেলা পরিচালনা করেন চম্পাকলি সাংস্কৃতিক গোষ্ঠীর সাবেক ক্রীড়া সম্পাদক আবদুর রহিম।