নিজস্ব প্রতিনিধি :
বাংলাদেশ স্কাউটস এর সর্বোচ্চ সম্মানসূচক জাতীয় শাপলা কাব অ্যাওয়ার্ড পাওয়ার গৌরব অর্জন করেছে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ শাফায়াত হোসেন ইউশা। ২০১৭ সালে ফেনী শিশু নিকেতন স্কুলে পড়াকালে এ প্রতিযোগিতায় অংশ নেয়। গতকাল শুক্রবার কুমিল্লার লালমাই স্কাউটস সেন্টারে বর্ণাঢ্য অনুষ্ঠানে স্কাউটস কমিশনার ও ঢাকা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্যাহ খোন্দকার সহ অতিথিবৃন্দ তাকে সনদ ও অ্যাওয়ার্ড তুলে দেন।
তার বাবা মোহাম্মদ শাহাদাত হোসেন দৈনিক ফেনীর সময় সম্পাদক ও মা মারজাহান কনক গৃহীনি। তিন ভাইয়ের মধ্যে ইউশা সবার বড়। নিয়মিত অনুশীলন ও সংশ্লিষ্টদের সহযোগিতায় এ সাফল্য এসেছে।