দৈনিক ফেনীর সময়

শিল্পকলায় ক্ষুদে কৃতীদের মিলনমেলা

শিল্পকলায় ক্ষুদে কৃতীদের মিলনমেলা

নিজস্ব প্রতিনিধি :

দুপুর থেকে অঝোরধারায় বৃষ্টি। সঙ্গে আকাশের গর্জনও। এর মধ্যে শিল্পকলা একাডেমীতে আলোকিত ফেনীর বৃত্তি প্রদান অনুষ্ঠান। বিকাল ৩টার নির্ধারিত সময়ের আগে সামান্য বিরতী দিয়ে ফের বৃষ্টি। এই বৈরি আবহাওয়ার মধ্যে জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে ক্ষুদে কৃতীরা ছুটে আসে শিল্পকলায়। নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছে যান অতিথিরাও। ততক্ষনে শিল্পকলার হল কানায় কানায় পরিপূর্ণ। অনুষ্ঠান যখন শুরু হয় তখন মিলনায়তন উপচে শিল্পকলার প্রাঙ্গণও ছাড়িয়ে যায় সূধি ও অভিভাবকদের উপস্থিতি। শিক্ষার্থীদের হাতে যখন অতিথিরা সনদ, ক্রেস্ট ও পুরস্কার তুলে দিচ্ছেন তখন শিশুদের বাঁধভাঙ্গা উচ্ছ্বাস অতিথিদের ক্লান্তি কেড়ে নেয়।

রবিবার দৈনিক ফেনীর সময় ও সাপ্তাহিক আলোকিত ফেনীর এ আয়োজনে ‘আলোকিত ফেনী-২০২৩’ বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ৫শ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধণা প্রদান করা হয়। আলোকিত ফেনী ফাউন্ডেশনের সহযোগিতায় ১২তম এ আসরে প্রধান অতিথি ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, সরকারের সাবেক সিনিয়র সচিব ও ফেনীর কৃতী সন্তান ড. কামাল উদ্দিন উদ্দিন আহমেদ।

বরেণ্য শিক্ষাবিদ, ফেনী ইউনিভার্সিটির ট্রেজারার ও ফেনী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর তায়বুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সরকারের সাবেক সচিব পারভীন আক্তার, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, অতিরিক্ত পুলিশ সুপার দ্বীন মোহাম্মদ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শফিকুর রিদোয়ান আরমান শাকিল, ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি আয়নুল কবির শামীম, দৈনিক আমার কাগজ ভারপ্রাপ্ত সম্পাদক ফজলুল হক ভূঁইয়া রানা, বিসিক শিল্প মালিক সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও জেনিথ ফার্মার কর্ণধার ড. বেলাল উদ্দিন আহমেদ, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন।

স্বাগত বক্তব্য রাখেন আলোকিত ফেনী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন। জেলা বেসরকারি কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোর্শেদ হোসেন ও ক্রীড়া সংগঠক তৌহিদুল ইসলাম তুহিনের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন সাংবাদিকদের মধ্যে ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি শুকদেব নাথ তপন ও শিক্ষকদের মধ্যে জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন সভাপতি এম. মামুনুর রশিদ। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ, ক্রেস্ট ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!