সমাজকে এগিয়ে নিতে সৎ ও দক্ষ সাংবাদিক প্রয়োজন-জেলা প্রশাসক
নিজস্ব প্রতিনিধি :
ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান বলেছেন, একটি ব্রীজ তৈরি করতে যেমন সৎ ও দক্ষ প্রকৌশলী প্রয়োজন, রোগীকে সারিয়ে তোলার জন্য সৎ ও দক্ষ ডাক্তার প্রয়োজন, ঠিক তেমনি সমাজকে সামনের দিকে এগিয়ে নিতে হলে সৎ ও দক্ষ সাংবাদিক প্রয়োজন। সাংবাদিকরা যদি সৎ ও দক্ষ না হয় তাহলে সমাজের সঠিক নিউজটা তুলে ধরতে পারবে না। জেলা প্রশাসক আরো বলেন, সাংবাদিকরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় রক্তের মতো। তারা দেশের আনাচে-কানাচে ঘটে যাওয়া নানা অনিয়ম-দুর্নীতির চিত্র তুলে ধরে সরকারকে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য করে। সাংবাদিকতা হলো একটা গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য অপরিহার্য অঙ্গ। সাংবাদিকরা আছে বলেই বড় বড় দানব তৈরি হয়ে তারা আমাদের ক্ষতি করতে পারে না। ফেনী রিপোর্টার্স ইউনিটির আয়োজনে সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের ভূয়সি প্রশংসা করে এমন কর্মশালা ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। শনিবার ফেনী রিপোর্টার্স ইউনিটির আয়োজনে সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিনে জেলা প্রশাসক প্রধান অতিথির বক্তব্য রাখেন। শহরের ডা. সাজ্জাদ হোসেন মিলনায়তনে ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বেএবং সাধারন সম্পাদক ও এটিএন নিউজের ফেনী প্রতিনিধি দিদারুল আলমের পরিচালনায় সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চ্যানেল আই এর সিনিয়র বার্তা সম্পাদক মীর মাসরুর জামান রনি, ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি আয়নুল কবির শামীম ও প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি আবু তাহের। প্রশিক্ষনার্থীদের মধ্যে অনুভূতি প্রকাশ করেন নুর তানজিলা রহমান ও ইমরান ইমন।
সিনিয়র সাংবাদিক একেএম আবদুর রহিম, আসাদুজ্জামান দারা ও রবিউল হক রবি, মসিমেলা সম্পাদক ইসমাইল হোসেন সিরাজী, বিটিভি প্রতিনিধি ও দৈনিক অজেয়বাংলা সম্পাদক শওকত মাহমুদ, দৈনিক নয়াপয়গাম সম্পাদক এনামুল হক পাটোয়ারী, সময় টিভির সহযোগি সিনিয়র প্রতিবেদক আতিয়ার সজল, যমুনা টিভির স্টাফ রিপোর্টার আরিফুর রহমান,নিউজ ২৪ প্রতিনিধি নজির আহমদ রতন, দৈনিক মানবজমিন ও বিডি নিউজ প্রতিনিধি নাজমুল হক শামীম, এসএ টিভির জেলা প্রতিনিধি মাইনুল রাসেল, আলোকিত বাংলাদেশ প্রতিনিধি জহিরুল হক মিলন,ইনকিলাব প্রতিনিধি ওমর ফারুক, দৈনিক অজেয়বাংলার নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঞা, ইন্ডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি সমীর উদ্দিন ভূইয়া, দৈনিক বণিক বার্তা প্রতিনিধি নুর উল্লাহ কায়সার, দেশরূপান্তর প্রতিনিধি শফি উল্যাহ রিপন, ফিন্যান্সিয়াল এক্সপ্রেস প্রতিনিধি মফিজুর রহমান, প্রভাত আলো বার্তা সম্পাদক আবু জাফর ভূঞা প্রমুখ উপস্থিত ছিলেন। ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন তার বক্তব্যে বলেন, সাংবাদিকরা বিভাজনের দেয়াল ভেঙ্গে সবাইকে এক হতে হবে। আমরা যদি সবাই এক হই, পেশাগত জায়গায় সৎ থাকি, তাহলে সামগ্রিকভাবে আমরা আমাদের উন্নয়ন ও পেশার মর্যাদা সমুন্নত রাখতে পারব। তিনি আইনজীবীদের পেশাগত জায়গায় একতাবদ্ধ হওয়ার প্রসঙ্গ টেনে বলেন, আইনজীবীদের মধ্যে রাজনৈতিক বিভাজন থাকলেও পেশাগত জায়গায় তারা একতাবদ্ধ। যেটা আমাদের সাংবাদিকদের মধ্যে নেই। তিনি আরো বলেন, সাংবাদিকদের দক্ষতা উন্নয়নের জন্য এই উদ্যোগ নেয়া হয়েছে। এতে করে ফেনীতে কর্মরত যে সকল সহকর্মী সাংবাদিকরা আছে তাদের দক্ষতা বৃদ্ধি পাবে এবং তারা সাবলীল ভাবে দক্ষতার সাথে কাজ করতে পারবে। কর্মশালায় জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে কর্মরত ৩৫ জন সাংবাদিক প্রশিক্ষণ গ্রহণ করেন। সমাপনী দিনে সংবাদ উৎস, তথ্য সংগ্রহ ও যাচাই, বিভিন্ন ধরনের রিপোর্ট ও সাদামাটা রিপোর্ট কাঠামো, মাল্টিমিডিয়া সাংবাদিকতার বৈশিষ্ট্য ও প্রস্তুতি, ডিজিটাল যুগে সাংবাদিকতার সম্ভাবনা, চ্যালেঞ্জ ও প্রস্তুতি নিয়ে সেশন পরিচালনা করেন চ্যানেল আই এর সিনিয়র বার্তা সম্পাদক মীর মাসরুর জামান রনি। ফিচার ও মানবিক আবেদনমূলক প্রতিবেদন নিয়ে সেশন পরিচালনা করেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নোয়াখালী প্রতিনিধি আবু নাছের মঞ্জু ও সমষ্টির গবেষণা পরিচালক রেজাউল হক। শেষে প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষন কর্মশালার সনদ প্রদান করা হয়। এর আগে শুক্রবার সকালে প্রশিক্ষণের উদ্বোধন করেন পুলিশ সুপার জাকির হাসান। প্রথমদিনে সাংবাদিকতা ও সাংবাদিকদের দায়িত্ব ও গুণাবলী নিয়ে প্রশিক্ষণ দেন বিটিভি ফেনী প্রতিনিধি ও দৈনিক অজেয় বাংলার সম্পাদক শওকত মাহমুদ। এরপর সাংবাদিকতার নীতি-নৈতিকতা ও সংশ্লিষ্ট আইন, প্রেস কাউন্সিল অ্যাক্ট, তথ্য অধিকার আইন ও ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সেশন পরিচালনা করেন ঢাকা ট্রিবিউনের সিনিয়র এক্সিউটিভ মিজানুর রহমান মাসুদ। সংবাদ কী ও সংবাদের উপাদান ও মূল্য নিয়ে আলোচনা করেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নোয়াখালী প্রতিনিধি আবু নাছের মঞ্জু।