দৈনিক ফেনীর সময়

‘ষড়যন্ত্র রুখতে সজাগ থাকতে হবে’

‘ষড়যন্ত্র রুখতে সজাগ থাকতে হবে’

নিজস্ব প্রতিনিধি :

ফেনী সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী বলেছেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় যতদিন থাকবে হিন্দু সম্প্রদায় সহ সারাদেশের মানুষ ততদিন নিরাপদে থাকবে। হিন্দু ভাইদের ধর্মীয় উৎসবে কেউ বাধার কারণ হয় সেই যতবড় শক্তিশালী হোক সেখান থেকে পরিত্রাণ পাবার সুযোগ নেই। গতবছর কুমিল্লায় পূজামন্ডপে মন্দিরে কোরআন শরীফ রাখাকে কেন্দ্র করে রেখে অস্থিতিশীল পরিবেশ করেছে। এবার কেউ যাতে ষড়যন্ত্র করতে না পারে সেজন্য সজাগ থাকতে হবে।”

তিনি শুক্রবার বিকালে জেলার সব পূজামন্ডপের জন্য ব্যক্তিগত পক্ষ থেকে অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পৌরসভার আনন্দ কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল। বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, দাগনভূঞা উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবির রতন, ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বিমল কান্তি পাল, ফেনী মডেল থানার ওসি মো: নিজাম উদ্দিন, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ সভাপতি শুকদেব নাথ তপন। জেলা পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক অনিল নাথের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সাবেক সভাপতি রাজিব খগেশ দত্ত, বর্তমান সহ-সভাপতি হিরালাল চক্রবর্তী।

নিজাম হাজারী আরো বলেন, “২০০১ ও ২০১৪ সালে হিন্দু সম্প্রদায়ের প্রতি কি পরিমাণ নির্যাতন হয়েছে, বাড়ি-ঘরে অগ্নিসংযোগ, পূজামন্ডপে হামলা, জায়গা দখল সহ সবক্ষেত্রে অন্যায় করা হয়েছে। হিন্দুদের দূর্বল ভাবা হয়। একজন মুসলমানের যতটুকু নাগরিক অধিকার রয়েছে একজন হিন্দুরও সেই পরিমাণ নাগরিক অধিকার রয়েছে। হিন্দু সম্প্রদায় বলে নিজকে দূর্বল ভাববেন না, ছোট মনে করবেন না। পূজামন্ডপের জন্য আমার অনুদান টাকা হিসেবে বিবেচনা করবেন না, ভালোবাসার নিদর্শন।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!