পরশুরাম প্রতিনিধি :
“আজকের স্বাধীনতা অর্জনে সবচেয়ে বেশি ত্যাগ তিতীক্ষা রয়েছে বীর মুক্তিযোদ্ধাদের। তাদের অবদানে আজ আমাদের এই অর্জন। পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ হয়েছে। তারা আমাদের গর্ব। আর দেশে প্রতিটি ক্ষেত্রে সেই বীর মুক্তিযোদ্ধাদের সম্মান দেখাতে হবে। তাদের সম্মানের জন্য আমাদের এগিয়ে আসতে হবে। ফেনী-১ সংসদীয় এলাকায় বিভিন্ন সরকারি প্রকল্প উদ্বোধন করবেন বীর মুক্তিযোদ্ধারা। সেই সাথে উদ্বোধনী ফলকের নিচে লেখা থাকবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য…”
সোমবার সকালে পরশুরাম উপজেলা উন্নয়ন ও সমন্বয় সভায় এসব কথা বলেন ফেনী ১ আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহাম্মদ চৌধুরী নাসিম।
অফিসার্স ক্লাবের হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা হাবিব শাপলা। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাকির হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল বশর মজুমদার তপন, পরশুরাম উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহমেদ মজুমদার, সহকারী কমিশনার (ভূমি) মো: মাহফুজুর রহমান, পরশুরাম সরকারি কলেজের অধ্যক্ষ আবু কায়েস মো: হারেছ চৌধুরী, পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল, উপজেলা কৃষি কর্মকর্তা মো: আমজাদ হোসেন চৌধুরী, উপজেলা প্রকৌশলী শাহআলম ভুইঁয়া, বীর মুক্তিযোদ্ধা খোন্দকার কামাল উদ্দিন, নতুন ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ সফিকুল হোসেন মহিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন নাহার পাপিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ফরিদুল হক, পরশুরাম মডেল থানার ওসি শাহাদাৎ হোসেন খাঁন, ওসি (তদন্ত) কর্মকর্তা মো: আবুল কাসেম, মির্জানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুজ্জামান ভুট্টু, চিথলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসিম উদ্দিন বুইজ্জা, পরশুরাম প্রেস ক্লাবের সভাপতি শিবব্রত চক্রবর্তী, সহ-সভাপতি সবীর আহমেদ ভুঁইয়া প্রমুখ।
সভায় চোরাচালান প্রতিরোধ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সন্ত্রাস ও নাশকতা বিষয়ে আলোচনা হয়।