দৈনিক ফেনীর সময়

সাংবা‌দিক‌দের নতুন এসপি- মাদক সরবরাহকারী‌দের ধর‌তে হ‌বে

সাংবা‌দিক‌দের নতুন এসপি- মাদক সরবরাহকারী‌দের ধর‌তে হ‌বে

নিজস্ব প্রতিনিধি :

ফেনীর নবাগত পুলিশ সুপার জাকির হাসান বলেছেন, যদি কোন পুলিশ সদস্য মাদকের সাথে জড়িত থাকে তার বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহন করা হবে। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ মহোদয় বলেছেন মাদকের ব্যাপারে জিরো টলারেন্স। আপনাদের কাছে কোন সুনির্দিষ্ট তথ্য থাকলে দিবেন। মাদকের ব্যাপারে কোন ছাড় দেয়া হবে না।আস্থা রাখুন- আশা করছি আপনারা একটা ভালো ফলাফল পাবেন। এসময় তিনি গণমাধ্যম কর্মীদের সর্বোচ্চ তথ্য দিয়ে সহায়তা করার আশ্বাস দেন।

মঙ্গলবার বিকালে পুলিশ সুপার কনফারেন্স রুমে ফেনীতে কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন। তিনি আরো বলেন, আমি ফেনী সম্পর্কে জেনে শুনে আসিনি। ফেনী সম্পর্কে আমার ধারনাও নেই। অনেকে আছেন যে কোথাও যাওয়ার আগে প্রস্তুতি নিয়ে যাই।আমি যখন যে ইউ‌নি‌টে যাই,সেখা‌নে কাজ ক‌রি। এখানে এসে আমি খবর নিয়েছি বিদায়ী পুলিশ সুপার কি কাজ করেছেন, বাকী কি কাজ আছে এবং নতুন করে কি করা যায় সেই বিষয়ে চিন্তা করবো।

মাদক সম্পর্কে আপনারা যে কথাগুলো বলেছেন সেই বিষয়ে অবশ্যই দেখা হবে। আসলে অনেক ক্ষেত্রে বড় মাদক বিক্রেতাদের কাছে আমরা যেতে পারি না।শুধু কিছু মাদক ধর‌লেই হ‌বে না। মাদক কোথায় থেকে আসে এবং সরবরাহকারী কে সেই বিষয়ে কাজ করা হবে।মাদক সরবরাহকারী‌দের ধর‌তে হ‌বে।

এছাড়া কি‌শোর গ‌্যাং দম‌নেও প্রয়োজনীয় প্রদ‌ক্ষেপ নেয়ার আশ্বাস দেন পু‌লিশ সুপার।‌তি‌নি ব‌লেন,আই‌নের ম‌ধ্যে থে‌কে সব ধর‌নের প্রাপ‌্য সেবা দেয়া স‌র্বোচ্ছ চেষ্টা করব।পু‌লিশ ক্লিয়া‌রেন্স নি‌য়ে্ আর কোন হয়র‌নি হ‌বে না ব‌লেও সাফ জা‌নি‌য়ে দেন নতুন এস‌পি।‌তি‌নি ব‌লেন,পু‌লিশ ক্লিয়া‌রেন্স নি‌য়ে হয়রানী ব‌ন্ধে আই‌জি‌পি ম‌হোদয় অনলাই‌ন সেবা চালু ক‌রে‌ছেন।

সভায় অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার না‌দিয়া ফারজানা ও অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার (সদর সা‌র্কেল )‌থোয়াই অং প্রু মারমা,ডিআইও ওয়ান মো: শ‌হিদ উল‌্যাহ প্রমুখ্ এসময় উপ‌স্থিত ছি‌লেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!