fenirshomoy logo black

নিজস্ব প্রতিনিধি :

দৈনিক ফেনীর সময় এর চীফ রিপোর্টার আরিফ আজমকে প্রাণনাশের হুমকি দিয়েছেন জিল্লুর রহমান নামে এক ছাত্রদল নেতা। জিল্লুর ফেনী জেলা ছাত্রদলের সহ-সম্পাদক ও ফেনী সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম-আহবায়ক।

আজ সোমবার দৈনিক ফেনীর সময় এ ‘ফেনী কলেজ গেইটে ফুটপাতে অস্থায়ী দোকান থেকে ছাত্রদল নেতার চাঁদাবাজী’ শিরোনামে তথ্যবহুল সংবাদ প্রকাশিত হলে জিল্লু ক্ষুদ্ধ হয়ে আরিফ আজমকে ফোনে হুমকি দেয়। এ বিষয়ে আরিফ আজম ফেনী মডেল থানায় সাধারণ ডায়েরী করেছেন।
তিনি জানান, দুপুর ১২টার দিকে জিল্লু তার ব্যবহৃত মোবাইল নাম্বার থেকে ফোন করে প্রাণনাশের (মার্ডার করার) হুমকি দেয়।

দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, বিষয়টি উদ্বেগজনক। হুমকির ঘটনাটি তাৎক্ষনিক জেলা প্রশাসক সাইফুল ইসলাম, পুলিশ সুপার মো: হাবিবুর রহমান সহ সাংবাদিক নেতৃবৃন্দকে অবহিত করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তিনি প্রশাসনের প্রতি জোর দাবী জানান তিনি।

জেলা ছাত্রদলের সভাপতি এসএম সালাউদ্দিন মামুন জানান, চাঁদাবাজীর বিষয়টি তাদের নজরে এসেছে। জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দকে নিয়ে নিয়ে তিনি জরুরী ভিত্তিতে বসবেন। এ ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

ফেনী মডেল থানার ওসি সামছুজ্জামান জানান, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। হুমকিদাতাকে আইনের আওতায় আনা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!