অনলাইন ডেস্কঃ
দৈনিক বাংলার সম্পাদক বর্ষীয়ান সাংবাদিক তোয়াব খান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। বার্ধক্যজনিত জটিলতায় অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।
তোয়াব খানের সাংবাদিকতা জীবন শুরু ১৯৫৩ সালে সাপ্তাহিক জনতার মাধ্যমে। ১৯৫৫ সালে যোগ দেন দৈনিক সংবাদে। ১৯৬১ সালে তিনি দৈনিক সংবাদের বার্তা সম্পাদক হন। এরপর ১৯৬৪ সালে যোগ দেন দৈনিক পাকিস্তানে। দেশ স্বাধীনের পর দৈনিক পাকিস্তান থেকে বদলে যাওয়া দৈনিক বাংলার প্রথম সম্পাদক ছিলেন তোয়াব খান। ১৯৭২ সালের ১৪ জানুয়ারি তিনি দৈনিক বাংলার সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন।
দৈনিক জনকণ্ঠের শুরু থেকে গত বছরের অক্টোবর পর্যন্ত পত্রিকাটির উপদেষ্টা সম্পাদক ছিলেন তিনি। এরপর নতুন আঙ্গিক ও ব্যবস্থাপনায় প্রকাশিত দৈনিক বাংলার সম্পাদকের দায়িত্ব নেন তিনি।
বিএনপি মহাসচিবের শোক
তোয়াব খানের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক শোকবাণীতে মির্জা ফখরুল বলেন, তোয়াব খান সাংবাদিকতার জগতে একজন আলোকিত মানুষ ছিলেন। দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন। বর্তমান প্রজন্মের কাছে তিনি স্মরণীয় হয়ে থাকবেন।
তিনি আরো বলেন, তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি। দোয়া করছি আল্লাহর যেন তাদের শোক কাটিয়ে উঠতে সাহায্য করেন।