অনলাইন ডেস্ক:
ফেনীতে ইনকিলাব প্রতিনিধি ওমর ফারুকের হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামী জামাই ফারুককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে শহরতলীর লালপোল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ফেনী মডেল থানার ওসি মো: সামছুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বেশ কিছুদিন ধরে জামাই ফারুককে ধরতে পুলিশ চেষ্টা করছেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল রাতে তাকে লালপোল এলাকা থেকে গ্রেফতার করা হয়।
এর আগে ২৬ ফেব্রুয়ারি বুধবার দুপুরে ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় সিলোনীয়া মাদরাসা সংলগ্ন ছালেহ আহম্মদের দোকানের সামনে পেশাগত কাজে ফেনী আসার পথে হামলার শিকার হন সাংবাদিক ওমর ফারুক। অবৈধ বালু উত্তোলন বিষয়ে খবর প্রকাশ করায় তার উপর হামলা করে জামাই ফারুক ও তার সহযোগিরা। এ ঘটনায় তিনি বাদি হয়ে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেন।