দৈনিক ফেনীর সময়

সানরাইজ ইনস্টিটিউট এর অভিভাবক ও সুধী সমাবেশ

সানরাইজ ইনস্টিটিউট এর অভিভাবক ও সুধী সমাবেশ

দাগনভূঞা প্রতিনিধি :

দাগনভূঞা উপজেলার বেকের বাজার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সানরাইজ ইনস্টিটিউটের অভিভাবক ও সুধী সমাবেশ শনিবার স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরেণ্য চিকিৎসক, নোয়াখালী মেডিকেল কলেজের প্রাক্তণ অধ্যক্ষ প্রফেসর ডা: মলয় কান্তি চক্রবর্তী। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান, বিশিষ্ট শিল্পউদ্যোক্তা ও শিক্ষানুরাগী আ.জ.ম সালেহ অর্পণ, শিক্ষানুরাগী আ.ন.ম আবদুর রহীম, ফেনী জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মিজানুর রহমান সেলিম। সিনিয়র সহকারী শিক্ষক আবুল মানছুরের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আবিদ উল্যাহ মজুমদার, বেকের বাজার পরিচালনা কমিটির সভাপতি জহিরুল কাইয়ুম রাহাত, ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা নুরুল আমিন, জেলা যুবদল নেতা নাসির উদ্দিন, দৈনিক কালবেলা ফেনী প্রতিনিধি মিজানুর রহমান, দাগনভূঞা প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম এ তাহের, সাবেক সহ-সভাপতি কাজী ইফতেখার, অভিভাবক মাষ্টার রুহুল আমিন ও ধনু মিয়া। অনুষ্ঠানে ৮ জন নারী অভিভাবককে সেরা মা পুরস্কার দেয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, যখন বেকের বাজারে কোন শিক্ষা প্রতিষ্ঠান ছিল না তখন ১৯৯৭ সালে সানরাইজ ইনস্টিটিউটের যাত্রা শুরু হয়। নানা প্রতিকূলতা অতিক্রম করে প্রতিষ্ঠানটি স্বগৌরবে টিকে আছে। ইতিমধ্যে নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত হয়েছে। বিদ্যালয়টিকে নিজস্ব জায়গায় স্থানান্তর করে মাধ্যমিক পর্যায়ে উন্নীত করার জন্য সবার প্রতি আহবান জানানো হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!