অনলাইন ডেস্ক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে ফেনী শহরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল নেতাকর্মীরা। বুধবার দুপুরে ফেনী সরকারি কলেজ আঙ্গিনা থেকে মিছিল শুরু হয়ে কলেজ রোড, জেল রোড ও ট্রাংক রোড প্রদক্ষিন করে। শেষে শহরের ট্রাংক রোডের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। কলেজ ছাত্রদলের আহবায়ক আব্দুল হালিম মানিকের সভাপতিত্বে এবং যুগ্ম-আহবায়ক গিয়াস উদ্দিন স্বপন ও জাহিদুল ইসলাম সাগরের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রিয়াদ পাটোয়ারী, যুগ্ম-সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল, শওকত আলী জুয়েল পাটোয়ারী ও সাইফুল ইসলাম জিকু, কলেজ শাখার যুগ্ম-আহবায়ক আবু নওশের মজুমদার সানী, সিফাত শাহরিয়ার, কাজী মারুফ ও সাইফুল ইসলাম বাবুল প্রমুখ।
ছাত্রদল নেতারা বলেন, ‘শাহরিয়ার আলম সাম্যকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। বিগত ১৭ বছর আমাদের ছাত্রদলের বিভিন্ন নেতাদের হত্যা কটা হয়েছিল। আমরা ভাবছিলাম, আমরা এখন নিরাপদ। কিন্তু এসময়ে এসেও আমাদের ভাইরা হত্যার শিকার হচ্ছে। যারা এ হত্যার ঘটনায জড়িত তাদের বিচার চাই।’