দৈনিক ফেনীর সময়

সেই তিন ভাইয়ের লাশ মোড়লগঞ্জে দাফন, এলাকায় শোক

সেই তিন ভাইয়ের লাশ মোড়লগঞ্জে দাফন, এলাকায় শোক

নিজস্ব প্রতিনিধি :

ফেনী শহরের নাজির রোডে সেপটিক ট্যাংক বিষ্ফোরণে নিহত তিন ভাইয়ের লাশ গ্রামের বাড়ি বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার পঞ্চকাননে দাফন হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় পঞ্চকানন এলাকার মুন্সীবাড়ী প্রাঙ্গনে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় স্থানীয় সংসদ সদস্য এডভোকেট আমিরুল আলম মিলন বক্তব্য রাখেন। জানাযায় আত্মীয়-স্বজন সহ বিপুল সংখ্যক এলাকাবাসী অংশ নেন। এর আগে সকাল ৮টায় তাদের মরদেহ বহনকারী এ্যাম্বুলেন্স গ্রামের বাড়ি পৌঁছলে শুরু হয় শোকের মাতম। স্বজনদের আহাজারিতে এলাকায় এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।

এর আগে বুধবার ফেনী জেনারেল হাসপাতালের মর্গে নুর ইসলাম, আবদুর রহমান ও মনিরুলের লাশের ময়নাতদন্ত শেষে স্বজনরা তাদের লাশ নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। নিহতদের ছোট ভাই কাজী আল আমিন, নিহত নুরুল ইসলামের বড় ছেলে মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, ছোট ছেলে মোহাম্মদ আবদুল্লাহ, ভাগ্নে আবদুল্লাহ আল নোমান ও তাদের এলাকার এক জনপ্রতিনিধি সহ ৯ জন আত্মীয়-স্বজন লাশ গ্রহণ করেন।

প্রসঙ্গত; মঙ্গলভার বেলা ১১টার দিকে নাজির রোডের রুহুল আমিনের নির্মাণাধীন ভবনে হঠাৎ সেপটিক ট্যাংক বিষ্ফোরণে পঞ্চকানন গ্রামের মুন্সিবাড়ীর বাসিন্দা সৈয়দ আলী মুন্সীর ছেলে নুর ইসলাম, আবদুর রহমান ও মনিরুল মারা যান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!