নিজস্ব প্রতিনিধি :
সোনাগাজীতে বড় ফেনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে শাহাদাত হোসেন (৩২) নামের এক ব্যক্তিকে একমাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। একই সঙ্গে একটি বালু উত্তোলনের কাজে ব্যনহৃত খনন যন্ত্র জব্দ করা হয়েছে। দন্ডপ্রাপ্ত শাহাদাত হোসেন চট্টগ্রামের মিরসরাই উপজেলার বাঁশখালী এলাকার বাসিন্দা। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার মুহুরী প্রকল্প এলাকায় বড় ফেনী নদীতে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম অনীক চৌধুরী।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস এস অনীক চৌধুরী জানান, শুক্রবার বিকাল থেকে রাত সাড়ে নয়টটা পর্যন্ত উপজেলার মুহুরী প্রকল্প এলাকায় বড় ফেনী নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে এক বালু উত্তোলনকারীসহ একটি খননযন্ত্র আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে নদী থেকে অবৈধভাবে বালু তোলার অভিযোগে শাহাদাতকে এক মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে। জব্দ করা খননযন্ত্রটি মুহুরী প্রজেক্ট পুলিশ ফাঁড়ির তত্ত্বাবধানে রাখা হয়েছে।