দৈনিক ফেনীর সময়

সোনাগাজীতে এক হাজার রোগিকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা

সোনাগাজীতে এক হাজার রোগিকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা

নিজস্ব প্রতিনিধি :

সোনাগাজীতে উইন্ডি গ্রুপের উদ্যোগে এক হাজার ৫৫জন রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ওষুধ দেওয়া হয়েছে। রবিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের ছাড়াইতকান্দি এলাকায় আজিজ খান পাঠান বাড়ি চত্বরে দিনব্যাপী এ চিকিৎসা সেবার উদ্বোধন করেন উইন্ডি গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি মেজবাহ উদ্দিন খান কিসলু। কুমিল্লার চৌদ্দগ্রামের বার্ড কামাল চক্ষু হাসপাতালের সহায়তায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ১২০জন রোগীকে ছানি অপারেশনের জন্য শনাক্ত করা হয়েছে।

উইন্ডি গ্রুপের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন খান কিসলু বলেন, উপজেলার ছাড়াইতকান্দি ও আশপাশের এলাকার অসহায়, গরীব ও দুস্থ রোগীদের জন্য তিনি বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবার আয়োজন করেছেন। চিকিৎসা শিবিরের ১৩জন বিশেষজ্ঞ চিকিৎসক এ চিকিৎসা সেবা প্রদান করেন। তিনি নিজেই সার্বক্ষনিক চক্ষু চিকিৎসা কার্যক্রম পর্যবেক্ষণ করেন। সকাল থেকে বিকেল পর্যন্ত এক হাজার ৫৫জন রোগীকে চিকিৎসা ও ওষুধ দেওয়ার পাশপাশি ১২০ জন রোগীকে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য সনাক্ত করা হয়েছে। পরে তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে বিকেলেই ১২০জনকে বার্ড কামাল চক্ষু হাসপাতালে অস্ত্রোপচারের জন্য নিয়ে যাওয়া হয়েছে।

এসময় মিশমা ফ্যাশন কোম্পানীর স্বত্ত্বাধিকারী শরীফ উদ্দিন খান, উইন্ডি গ্রুপের পরিচালক রফিক উদ্দিন খান, ব্যবসায়ী মো: দাউদ খান, মাঈন উদ্দিন ও সমির খানসহ স্থানীয় গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!