নিজস্ব প্রতিনিধি :
সোনাগাজীতে বাড়ির উঠান থেকে একটি গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় ইলিয়াছ হোসেন (২৮) নামে এক যুবককে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। এসময় তার কাছ থেকে একটি গরু উদ্ধার করা হয়। গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকা থেকে তাকে আটক ও গরুটি উদ্ধার করা হয়। ইলিয়াছ ওই এলাকার মো. ইব্রাহীমের ছেলে। এ ঘটনায় গতকাল বুধবার দুপুরে গরুর মালিক বজলুল করিম বাদি হয়ে মো. ইলিয়াছকে আসামি করে গরু চুরির অভিযোগ থানায় মামলা দায়ের করেছেন।
গরুর মালিক বজলুল করিম বলেন, তিনি শখ করে একটি গরু লালন পালন করছেন। মঙ্গলবার রাতে গরুটিকে তিনি বাড়ির উঠানে বেঁধে রেখে ঘরে গিয়ে ঘুমিয়ে যান। গভীর রাতে হঠাৎ করে গরুর আওয়াজ শোনে দ্রুত ঘুম থেকে উঠে দেখতে পান একব্যক্তি বাধ খুলে তার গরুটিকে চুরি করে নিয়ে যাচ্ছে। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন বেরিয়ে এসে গরু চোর ইলিয়াছকে হাতেনাতে গরুসহ আটক করে গণধোলাই দিয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে চোরসহ গরুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এদিকে গত ১২ দিনে উপজেলার বিভিন্ন এলাকায় ২০টি গরু-মহিষ চুরির ঘটনা ঘটেছে। পুলিশ গরু চুরি ঠেকাতে গ্রাম পুলিশ ও জনপ্রতিনিধিদের নিয়ে এলাকায় পাহারার বসিয়েও চুরি ঠেকাতে হিমশিম খাচ্ছে।
সোনাগাজী মডেল থানার ওসি মো: খালেদ হোসেন চোরসহ গরু উদ্ধারের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় থানায় মামলা হয়েছে। বুধবার তাকে আদালতের মাধ্যমে ফেনীর কারাগারে পাঠানো হয়েছে। প্রতিদিন রাতে পুলিশের ৬-৭টি দল উপজেলার বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত থাকে। এরপরও যে সব ঘটনা ঘটছে, তা দু:খজনক। পুলিশ চুরি হওয়া গরুগুলো উদ্ধার ও তথ্যপ্রযুক্তির মাধ্যমে চোরদের শনাক্ত করার চেষ্টা করছে।