নিজস্ব প্রতিনিধি :
সোনাগাজীর আলোচিত আবুল হাশেম হত্যা মামলার প্রধান আসামী আক্তার হোসেনসহ ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় নিহত আবুল হাশেমের পিতা আবদুল শুক্কুর বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করে হত্যা মামলা দায়েরের পর অভিযানে নামে পুলিশ। ওইদিন ভোরে হত্যাকান্ডের পর সেনাবাহিনী, পুলিশ, ডিবি ও পিবিআইর একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মামলার এজাহার মতে, আসামীদের সাথে দীর্ঘদিন যাবত ভূমি সংক্রান্ত বিরোধ চলে আসছে, ঘটনার দিন আসামিরা ধামা দাঁ ইত্যাদি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে, পরে চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়। এতে হাশেমের একটি পা বিচ্ছিন্ন হওয়াসহ কপালে ও মাথার পিচনে ও কপালের মাঝখানে গভীর জখম, মুখের তিনটি দাঁত ভেঙ্গে যায়, এছাড়া হাত পা সহ শরীর বিভিন্ন স্থানে কোপের আঘাত ছিল।
পুলিশ জানায়, ইতোমধ্যে মামলার প্রধান আসামী আক্তার হেসেন সহ সাতজন গ্রেফতার করা হয়েছে। বাকিরা হলো আবুল হোসেন, বেলায়েত হোসেন, রাশেল, রাকিব, শিপন ও সোলেমান। গতকাল বুধবার দুপুরে প্রধান আসামী কে নিয়ে তার বাড়ী ও ঘটনাস্থলে অভিযান চালিয়ে হত্যাকান্ডে ব্যবহারিত দাঁ লোহার রড়, লাঠি ও বোরকা উদ্ধার করেছে পুলিশ।
বুধবার বিকেলে নিহত হাশেমের জানাজা ও দাপন সম্পন্ন হয়েছে।, জানায় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক জামাল উদ্দিন সেন্টু, ফেনী জেলা কৃষকদলেন সাধারণ সম্পাদক ও চরচান্দিয়া ইউপি সাবেক চেয়ারম্যান শামছুদ্দিন খোকন, চরদরবেশ ইউপি সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ সহ শত শত এলাকাবাসী উপস্থিত ছিলেন। এসময় হাশেম হত্যার দৃষ্টান্তমূলক বিচার চেয়েছেন।
সোনাগাজী মডেল থানার ওসি মো: বায়েজীদ আকন বলেন, মামলাটি গুরুত্বের সাথে তদন্ত করছে পুলিশ। ইতোমধ্যে মামলার সাত আসামী কে গ্রেফতার করা হয়েছে, বাকিদেরকেও গ্রেফতারে অভিযান চলছে।