দৈনিক ফেনীর সময়

১৫ বছরে ফেনী রিপোর্টার্স ইউনিটি

১৫ বছরে ফেনী রিপোর্টার্স ইউনিটি

নিজস্ব প্রতিনিধি :

প্রতিষ্ঠার ১৫ বছরে পদার্পন করেছে জেলায় কর্মরত সাংবাদিকদের সংগঠন ফেনী রিপোর্টার্স ইউনিটি। ২০১০ সালে সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে পেশাগত দক্ষতা বৃদ্ধি, মর্যাদা প্রতিষ্ঠা করে আসছে সংগঠনটি। বর্তমানে জেলায় পেশাদার সাংবাদিকদের সবচেয়ে বড় সংগঠন এটি।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বৃহস্পতিবার শহরের রাজাঝির দীঘির পাড়ে ইউনিটি প্রাঙ্গণে র‌্যালী, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো: হাবিবুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন ইউনিটির প্রতিষ্ঠাতা সদস্য ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক, দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন।

ইউনিটির সভাপতি শুকদেব নাথ পতনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ জাফরের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন জামায়াতের জেলা আমীর মুফতি আবদুল হান্নান, প্রচার সম্পাদক আ.ন.ম আবদুর রহীম, এবি পার্টির কেন্দ্রীয় সদস্য ইঞ্জিনিয়ার শাহআলম বাদল, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি এ,কে.এম আবদুর রহীম, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান ও দৈনিক স্টার লাইন পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি জাফর উদ্দিন, ডিবিসি ও অবজারভার প্রতিনিধি মুহাম্মদ আবু তাহের ভূইয়া, ফেনী জেলা প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার এসোসিয়েশনের সভাপতি হারুন অর রশীদ, প্রাথমিক শিক্ষক সমিতির মহাসচিব মহিউদ্দিন খন্দকার, সাংস্কৃতিক সংগঠক জাহিদ হোসেন বাবলু, ইউনিটির সাবেক সভাপতি এনামুল হক ও আরিফুল আমিন রিজভী, সাবেক সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন, যমুনা টিভি প্রতিনিধি আরএম আরিফুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক আবদুল্লাহ আল জোবায়ের, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সভাপতি এমএ তাহের, পরশুরাম প্রেসক্লাবের সভাপতি এমএ হাসান, ফুলগাজী প্রেসক্লাবের সভাপতি কবির আহমেদ নাছির।

অন্যান্যদের মধ্যে ঢাকাস্থ ফেনী সমিতির সিনিয়র সহ-সভাপতি মেজবাহ উদ্দিন সাঈদ, প্রথম আলো প্রতিনিধি আবু তাহের সহ রিপোর্টার্স ইউনিটির সদস্য ও জেলার বিভিন্ন কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তাগণ বলেন, “সংস্কৃতি ও অর্থনীতিতে দেশের সমৃদ্ধ একটি জেলা ফেনী৷ কিন্তু নানা কারণে দেশজুড়ে ফেনী সমৃদ্ধির এ বিষয়টি চাপা পড়ে আছে। ফেনীতে কর্মরত সকল সাংবাদিক ও কর্মকর্তারা যদি আন্তরিকভাবে বিষয়টি উপলব্দি করতে পারেন, তাহলে সকলের সম্মিলিত প্রচেষ্টায় ফেনীর সুনাম দেশজুড়ে ছড়িয়ে দেয়া সম্ভব হবে। বিগত সময়ে অনেক কিছু হয়েছে। আগামীতে এসব বাদ দিয়ে সবাই ফেনীর সুনাম ছড়িয়ে দিতে কাজ করবো।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!