fenirshomoy logo black

সদর প্রতিনিধি :

ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া আকরামুজ্জামান খান মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের বার্ষিক পুরস্কার বিতরণ ও শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে স্কুল মাঠে আয়োজিত প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা। অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক গাজী হাবীবুল্যাহ মানিক।


স্কুল এন্ড কলেজ গভর্নিং বডির সভাপতি অধ্যাপক কে এম মহি উদ্দিন বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা। বিদ্যালয়ের শিক্ষক আরিফুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ফেনী পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূইয়া, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: গোলাম মোস্তফা, পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদ প্রশাসক ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক ও ডিবিসি-অবজারভার প্রতিনিধি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইসমাত আরা বেগম


এসময় বক্তব্য রাখেন স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সাবেক সদস্য আবু আইয়ুব আনসারী শামিম ও বর্তমান সদস্য খায়রুল বাশার। এসময় দৈনিক অজেয় বাংলা নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঞা, দৈনিক ফেনীর সময় এর চীফ রিপোর্টার আরিফ আজম, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাবুল হোসেন, পাঁচগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামিমা আক্তার, জামায়াতে ইসলামীর নেতা আজাদ, যুবদল নেতা গিয়াস উদ্দিন অতিথি ছিলেন। এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণীর লোকজন, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষির্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।


শেষে স্কুল এন্ড কলেজ থেকে বিভিন্ন শিক্ষাবর্ষে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থী এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!