আলী হায়দার মানিক :
ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, ফেনী শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থিত সদর উপজেলা ভূমি অফিসটি রাজবাড়ী নামে পরিচিত। ভূমি অফিসটির মূল ভবনটি প্রাচীনতম হওয়ায় এটি ঐতিহ্যবহন করে। মূল ভবনটি ঐতিহ্য সংরক্ষণ করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ গ্রহন করা হয়েছে। তাই ফেনীর ঐতিহ্য জাদুঘর নামে একটি প্রকল্পও হাতে নেয়া হয়েছে। জেলা প্রশাসনের ভালো কিছু কাজের মাঝে এটিও বিশেষ স্থান পাবে।
জানতে চাইলে গতকাল মঙ্গলবার দৈনিক ফেনীর সময় এর সাথে একান্ত আলাপচারিতায় তিনি এসব কথা বলেন।
তিনি ফেনীর সয়ম কে আরো জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ কয়েকটি উদ্যোগ গ্রহন করা হয়েছে। বিশেষ উদ্যোগের মধ্যে রাজবাড়ী অন্যতম। ফেনী ঐতিহ্য জাদুঘর নামে এটিকে সংরক্ষণ করা হবে। এখানে থাকতে পারে বিভিন্ন গবেষণামূলক রেফারেন্স। ফেনী ইতিহাস ঐতিহ্য, সংস্কৃতি সম্পর্কে গবেষকরা প্রাথমিক ধারণা নিতে সহজ হবে। যেমন- শিক্ষক, গবেষক, সাংবাদিক, কবি-সাহিত্যিকদের প্রত্নতাত্ত্বিক হিসেবে এটি রেফারেন্সমূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে সহায়ক হতে পারে। ভবনটি দেখতে এমনিতে দর্শনীয়। তবে সাধারণ মানুষ বাহির থেকে এটি উপভোগ করতে পারবেন। কিন্তু ভেতরে গবেষণাধর্মী রেফারেন্স সংরক্ষণ করা হবে। এটি শিশুদের জন্য জাদুঘর না কিন্তু। আগামী প্রজন্ম আমাদের ইতিহাস-এতিহ্য এবং সংস্কৃতি সম্পর্কে এ ধরণের ঐতিহ্যবাহী স্থানগুলো দেখে শিক্ষা নেয়ার সুযোগ থাকবে।
তিনি আরো বলেন, এটি সংরক্ষণ করা হলে আগতরা আগেই অনলাইনের মাধ্যমে রেজিষ্ট্রিন করে ভেতরে প্রবেশ করে চাহিদা অনুযায়ী রেফারেন্স গ্রহন করতে পারবেন। এটি জেলা প্রশাসনের উদ্যোগ হলেও এসব বিষয়ে বিশিষ্টজনদের সাথে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত গ্রহন করা হবে। এটি উন্মুক্ত থাকবে নাকি সপ্তাহে কয়েকদিন দশনার্থীদের জন্য রেজিষ্ট্রেনের মাধ্যমে প্রবেশাধিকার থাকবে এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে বলেও তিনি জানান।
ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদার জানান, এটি রাজবাড়ী নামে পরিচিত। এক তলা বিশিষ্ট এ ঘরটি ব্রিটিশ আমলে নির্মাণ করা হয়েছে। ব্রিটিশরা এখানে খাজনা আদায় করতেন। এখনে সরকারি বিভিন্ন ফাইলপত্র সংরক্ষিত আছে। জেলা প্রশাসক সাইফুল ইসলাম স্যার রাজবাড়ী পরিদর্শন করেছেন। এটি সংরক্ষণ করা হবে বলেও তিনি জানিয়েছেন।