Untitled-1

ফেনীতে ভূমি সেবা সহজিকরণে অনলাইন সেবায় গুরুত্বারোপ


নিজস্ব প্রতিনিধি :
ফেনীতে ভূমি সেবা সহজিকরণে অনলাইন সেবায় গুরুত্বারোপ করা হয়েছে। এক্ষেত্রে অটোমেশনের মাধ্যমে অনলাইন ভূমি উন্নয়ন কর, ই-নামজারি, ফি লেনদেন, খতিয়ান প্রাপ্তি, জমির আধুনিক ম্যাপ, ভূমি তথ্য ব্যাংক, ভূমি সেবা ও ভূমি সংক্রান্ত অভিযোগ এর ডিজিটাল ব্যবস্থাপনা, হটলনাই নাম্বারে সেবা রয়েছে। অটোমেশনে সেবা বাস্তবায়ন হলে দূর্নীতিও কমে যাবে। গতকাল মঙ্গলবার বিকালে ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভূমি মেলা সেমিনারে আলোচকগণ এসব কথা বলেন। তারা ভূমি সংক্রান্ত নানা জটিলতা উত্থাপনে ও সমাধানে বিস্তারিত আলোচনা করেন। জেলা প্রশাসনের আয়োজনে সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম।

‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ প্রতিপাদ্যকে সামনে রেখে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদার। ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প সেমিনার আয়োজনে সহযোগিতা করে।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফাহমিদা হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো: হাবিবুর রহমান। আলোচনায় অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইসমাইল হোসেন, জামায়াতের জেলা আমির মুফতি আবদুল হান্নান, বিএনপির যুগ্ম-আহবায়ক গাজী হাবিব উল্যাহ মানিক. আইনজীবী সমিতির সভাপতি ও জিপি নুরুল আমিন খান, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্্রাস্টের ট্রাস্টি অ্যাডভোকেট পার্থ পাল চৌধুরী, ইসলামী আন্দোলনের সেক্রেটারী মাওলানা একরামুল হক, দৈনিক ফেনী সম্পাদক আরিফুল আমিন রিজভী, বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি সিদ্দিক আল মামুন, চিথলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত ভূমি সহকারি কর্মকর্তা তাজুল ইসলাম, সার্ভেয়ার সাখাওয়াত হোসেন। এছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ ও উন্নয়ন) রোমেল শর্মা, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মনজুর আহসান, বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, শহর ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মতিউর রহমান সোহেল, ছাত্র প্রতিনিধি মুহাইমিন তাজিম, আবদুল আজিজ প্রমুখ উপস্থিত ছিলেন।

শেষে সদর উপজেলা পর্যায়ে ভূমি মেলা উপলক্ষ্যে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী তিন শিক্ষার্থী এবং সেরা স্টলকে পুরস্কার প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!