ফুলগাজী প্রতিনিধি :
ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের মনিপুর এলাকা থেকে চুরি হওয়া গরু ছাগলনাইয়ার মহামায়া ব্রীজ এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত দুই চোরকে গ্রেফতার করা হয়। এদের একজন রনি হাসান ইকবাল শনিবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ফারহানা লোকমানের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার রাতের আঁধারে মনিপুর এলাকার আব্দুল মান্নানের গোয়াল ঘর থেকে দুটি গরু চোর দল নিয়ে যায়। শুক্রবার সকালে মহামায়া এলাকায় একটি গরু সহ দুই চোরকে আটক করে বেঁধে রাখে স্থানীয়রা। এ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চুরি হওয়া গরু সনাক্ত করেন মান্নান। ছাগলনাইয়া থানা পুলিশের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে ফুলগাজী থানা পুলিশ গরু উদ্ধার ও দুইজনকে গ্রেফতার করে। গ্রেফতার হওয়া দুই যুবক পরশুরাম উপজেলার সাতকুচিয়া এলাকার বাসিন্দা মৃত আক্কাস মিয়ার ছেলে মো: সাকিব (২০) ও একই এলাকার মৃত আবদুল মান্নানের ছেলে রনি হাসান ইকবাল (২৩)। এ ঘটনায় গৃহকর্তা আবদুল মান্নান বাদি হয়ে দুইজনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন।
ফুলগাজী থানার ওসি মুহাম্মদ মঈন উদ্দীন জানান, গ্রেফতারকৃত দুইজনকে আদালতে প্রেরণ করা হয়েছে। শেষে তাদের ফেনী জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।