দৈনিক ফেনীর সময়

ফেনীতে জমে উঠেছে ফাইন আর্টস ফোরামের চারুকলা প্রদর্শনী

ফেনীতে জমে উঠেছে ফাইন আর্টস ফোরামের চারুকলা প্রদর্শনী

নিজস্ব প্রতিনিধি :

স্বাধীনতা পরবর্তী বায়ান্ন বছরের ইতিহাসে ফেনীতে এই প্রথমবারের মত বিস্তৃত পরিসরে আর্ট এক্সিভিশনের আয়োজন করেছে ফাইন আর্টস ফোরাম। স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের স্বনামধন্য চিত্রশিল্পীদের অংশগ্রহণ চিত্রপ্রদর্শনীর কলেবরে যুক্ত করেছে অনন্য মাত্রা। বিরানব্বইটি সৃজনশীল চিত্রকর্ম নিয়ে গ্রুপ আর্ট এক্সিবিশনের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে গত ২২ জানুয়ারি। ফেনীর নবীন চন্দ্র সেন কালচারাল সেন্টারে প্রদর্শনীর উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী আবদুল মান্নান।

সাতদিন ব্যাপী চলমান এই প্রদর্শনীর তৃতীয় দিনেও দেখা গেছে দর্শনার্থীর ভীড়। স্কুল-কলেজের শিক্ষার্থীদের ভিঁড় ছিলো চোখে পড়ার মত। মধ্যবয়সী এবং বয়স্কদের বিচরণও ছিলো উৎসাহ ব্যাঞ্জক। ষাটোর্ধ ডাঃ সারাহ বানু সুচী এসেছেন ঢাকা থেকে। ফেনীর শহীদ মিনার এলাকায় বিলবোর্ড দেখে বোন ফারজিয়া বানু লুনাসহ এসেছেন প্রদর্শনী দেখতে। ফেনীতে এমন আয়োজন দেখে তারা চমৎকৃত হয়েছেন। ছবি সংগ্রহের আগ্রহ দেখিয়েছেন। একটি চমৎকার চিত্রকর্ম প্রদর্শনী দেখার অনুভূতি নিয়ে ঢাকার ফিরছি। এমন আয়োজনের জন্য ফাইন আর্টস ফোরাম কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

ফেনী সরকারি পাইলট প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী মাইশা এসেছে তার বাবা ফেনী পৌরসভার হিসাব শাখার কর্মকর্তা সৈয়দ নজমুদ্দিনের সাথে। মাইশার আছে শারীরিক কিছু জড়তা। কিন্তু তা সত্তে¡ও তার উচ্ছ্বাস এবং আগ্রহ ছিলো চোখে পড়ার মত। তার বাবা বলছিলো বড় হয়ে মাইশা আটিস্ট হতে চায়। বাবার মুখ থেকে কথা কেড়ে নিয়ে সে বলল, আমি আটিস্ট এবং ডিজাইনার হবো।
ফেনী সরকারী কারিগরি বিদ্যালয় থেকে এসেছে একদল শিক্ষার্থী। তাদের অনেকর আক্ষেপ ফেনীতে কোন আর্ট কলেজ প্রতিষ্ঠিত হয়নি।

ফেনী সরকারি জিয়া মহিলা কলেজের শিক্ষার্থী আইরিন ও নাতাশা বলেন, প্রদর্শনী দেখে আমরা আবেগাপ্লুত। নাতাশা ভালো ছবি আঁকে। শৈশবে অনেক পুরস্কারও পেয়েছে। ফেনীতে আর্ট কলেজ থাকলে নাতাশা আর্ট কলেজেই ভর্তি হতো বলে অভিব্যক্তি প্রকাশ করেন। সবধরনের ছবিই তাদের ভালো লেগেছে। বিশেষ করে মুক্তিযুদ্ধের ছবি, ক্যালিগ্রাফি এবং বৃক্ষমানব অবয়বে আঁকা ছবি।
পঞ্চাশোর্ধ্ব সৌদি আরব প্রবাসী সাবেক শিক্ষক নিজামুল ইসলাম চৌধুরী রিপন তিন বন্ধুসহ ফেনীর চিত্র প্রদর্শনী দেখতে এসেছেন কুমিল্লা শিক্ষা বোর্ড এলাকা থেকে। পত্র-পত্রিকায় সংবাদ দেখে ফেনীর প্রতি গভীর মায়ার টানে প্রদর্শনী দেখার আগ্রহ জাগে।
গতকাল বিকেলে তিন বন্ধু রিপন, খোকন ও আজাদ মৃদুপায়ে বেশ আগ্রহ নিয়ে দেখছিলেন এক একটি ছবি। ছবি দেখার ফাঁকে নিজেদের মত করে পরস্পরে ভাববিনিময় করে ছবি আর তার রংয়ের ভাষা বুঝবার চেষ্টা করছিলেন নিজেদের মত করে। প্রদর্শনীর চিত্রকর্ম দেখার অনুভূতি জানতে চাইলে তিনজনইএক বাক্যে বলে উঠেন আমরা মুগ্ধ হয়েছি।

রিপন ফেনী সরকারি কলেজের প্রাক্তন ছাত্র তার অনুভুতি ছিলো আলাদা। তিনি এ প্রতিবেদককে জানান, রাজাঝির দীঘির পাড়ের কোর্ট বিল্ডিংয়ের পাশের ফাঁকা জায়গা গুলোতে অতীতকালে কত রকমের জটলা হতো। বিশেষ করে হরেক রকমের ক্যানভাসার, জোকার, খুদে যাদুকর তাদের বিড়িংগি দেখে চৌদ্দগ্রামের গ্রামের বাড়ীতে ফিরতে অনেক সময় সন্ধ্যা হয়ে যেত। সেরকম জায়গায় সাজানো গোছানো একটা আর্ট এক্সিবিশন দেখলাম। ঢাকার প্রদর্শনীর চাইতে কোনো অংশে কম মনে হয়নি।

ফাইন আর্টস ফোরাম ফেনী’র আয়োজনে প্রদর্শনীতে স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ২৩ জন চিত্রশিল্পীর তেল রং, জল রং, চারকোল, এক্রিলিক, ওরিয়েন্টাল সহ বিভিন্ন মাধ্যমে আঁকা চিত্রকর্ম ও ভাস্কর্য মিলিয়ে ৯২টি চিত্রকর্ম প্রদর্শীতে স্থান পেয়েছে। প্রদর্শনীতে অংশগ্রহণকারী সকল শিল্পীর জন্ম ও বেড়ে ওঠা ফেনীর মাটিতে। ফেনীতে এমন উদ্যোগ এবারই প্রথম। প্রদর্শনী ঘিরে কবি, শিল্পী, সাহিত্যিক, শিক্ষার্থী ও সাংস্কৃতিককর্মীদের আনন্দঘন পদচারনায় ভিন্ন রকম পরিবেশ লক্ষ করা গেছে। ফেনীর কৃতি সন্তান বাংলাদেশ তথা বিশ্ব শিল্পাঙ্গনের পরিচিত মুখ বরেণ্য চিত্রশিল্পী প্রয়াত কাইয়ুম চৌধুরী স্মরণে উৎসর্গ করা হয়েছে ফেনীর এই চারুকলা প্রদর্শনী। কাইয়ুম চৌধুরী সম্মাননা পদকে ভুষিত করা হয় প্রবীন চিত্রশিল্পী সমর মজুমদারকে। বিসিকের সাবেক প্রধান ডিজাইনার প্রচ্ছদ শিল্পী হিসেবেও সমর মজুমদারের সুনাম আছে। কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের শ’খানেক বইয়ের প্রচ্ছদ শিল্পী সমর মজুমদার।
উদ্বোধনী ভাষণে শিল্পী আব্দুল মান্নান বলেন, ফেনীতে চিত্রশিল্পের এমন আয়োজন ইতিহাসের অংশ হবে। জেলা পর্যায়ে এমন একটি আয়োজন আমাকে মুগ্ধ করেছে। এ আয়োজনের মাধ্যমে ফেনীর তরুণ প্রজন্য শিল্প সাহিত্যে অনুপ্রেরণা পাবে। ফেনীতে একটি স্থায়ী আর্ট গ্যালারী প্রতিষ্ঠা করার জন্য তিনি প্রশাসনের সুদৃষ্টি প্রত্যাশা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী ডায়াবেটিক সমিতির সভাপতি আ.ক.ম সাহেদ রেজা শিমুল, ফেনী পৌরসভার কাউন্সিলর বাহার উদ্দিন বাহার, চট্টগ্রাম আর্ট সার্কেলের সমন্বয়ক চিত্রশিল্পী সুজা উদ্দিন। সভাপতিত্ব করেন ফাইন আর্টস ফোরামের সভাপতি চিত্রশিল্পী কাজি গোলাম কিবরিয়া। অনুষ্ঠানে সঞ্চলক হিসেবে ছিলেন শিল্পী কিশান মোশাররফ। ফাইন আর্টস ফোরামের পক্ষ থেকে শীঘ্রই শহীদ জহির রায়হান মিলনায়তন পূণঃনির্মাণের জোর দাবী ও বিলম্বের জন্য ক্ষোভ জানানো হয়। প্রদর্শনী চলবে ২৮ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য প্রদর্শনী গ্যালারী উন্মুক্ত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!