দৈনিক ফেনীর সময়

সোনাগাজী ছাবের পাইলট হাই স্কুলের প্লাটিনাম জুবিলী উদ্বোধন

সোনাগাজী ছাবের পাইলট হাই স্কুলের প্লাটিনাম জুবিলী উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি :

‘এসো মিলি প্রাণের উচ্ছ্বাসে’ এই শ্লোগানকে সামনে রেখে সোনাগাজী মো. ছাবের সরকারী মডেল পাইলট উচ্চবিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে দুই দিনব্যাপী ‘প্লাটিনাম জুবিলী’ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকালে জাতীয় সঙ্গীত পরিবেশ ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও বেসিক ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. আবুল হাসেম।

এলজিইডির নোয়াখালী অঞ্চলের উন্নয়ন প্রকল্পের পরিচালক, প্রাক্তন ছাত্র প্রকৌশলী আমিনুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. এ এস এম মাকসুদ কামাল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান, পৌরসভার মেয়র রফিকুল ইসলাম খোকন। বিদ্যালয়টির প্রাক্তন ছাত্র-ছাত্রীদের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র, ঢাবি অধ্যাপক ড. গিয়াস শামীম, কাস্টমস ও ভ্যাট কমিশনার মো: এনামুল হক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপ-সচিব মাহমুদল হক আপেল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জয়নুল আবেদীন ও প্লাটিনাম জুবিলি অনুষ্ঠান উদযাপন কমিটির সদস্য সচিব মো. মোশারফ হোসেন।

১৯৪৫ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি ২০১৭ সালে সরকারিকরণ করা হয়। অনুষ্ঠানসূচীর মধ্যে শনিবার সকাল থেকে বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, স্মৃতিচারণ, দুপুরে মেজবান এবং সন্ধ্যায় ঢাকা থেকে আগত শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!