নিজস্ব প্রতিনিধি :
ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত নাথ বলেছেন, শুধুমাত্র কিছু নির্ধারিত বই পড়ে পরীক্ষায় উত্তীর্ণ হওয়া নয়, গভীর জ্ঞান অর্জন করতে হবে। পরীক্ষায় ভালো পাশ আর জ্ঞান অর্জন এক কথা নয়। জ্ঞান মানুষকে আত্মবিশ্বাসী করে। সস্তা জনপ্রিয়তা অর্জনে মানুষ নানাকিছু করছে। কিন্তু এর কোন স্থায়ীত্ব নেই। তিনি শিশু-কিশোরদেরকে বহুমুখী জ্ঞানার্জনের আহবান জানান।
শিশু-কিশোরদের নিয়ে দৈনিক ফেনীর সময় এর সাপ্তাহিক আয়োজন কিশোর আনন্দ এর কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির ্বক্তব্য রাখেন। মঙ্গলবার বিকালে পত্রিকার প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকার সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন। এসময় ফেনীর সময় লেখক-পাঠক ফোরামের সাধারণ সম্পাদক জাহিদ হোসেন বাবলু, নির্বাহী সম্পাদক আলী হায়দার মানিক, চীফ রিপোর্টার আরিফ আজম, স্টাফ রিপোর্টার রাসেল চৌধুরী ও ইলিয়াছ সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতার দ্বিতীয় পর্বে প্রায় তিনশত শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে বিজয়ীরা হচ্ছে ফেনী সেন্ট্রাল হাই স্কুলের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী অনির্বান দাস, অষ্টম শ্রেণির মো: শিহাবুল ইসলাম ও ফেনী রামপুর বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণির উম্মে সানজিদা আক্তার।