নিজস্ব প্রতিনিধি :
ফেনীতে বিএনপি পদযাত্রা কর্মসূচীতে দফায় দফায় বাধা দিয়েছে পুলিশ। শনিবার সকালে শহরের তাকিয়া রোড থেকে ট্রাংক রোডে উঠতে চাইলে প্রথম দফা বাধার মুখে পড়ে দলটির নেতাকর্মীরা। বাধা ঠেলে বড় মসজিদ সম্মুখস্ত স্থানে পৌঁছলে দ্বিতীয় দফায় বাধা দেয়া হয়। এরপর প্রেস ক্লাবের সামনে পৌছলে সড়ক অবরোধ করে দাঁড়ায় পুলিশ সদস্যরা। একপর্যায়ে কর্মীদের নিয়ে নেতারা খাজা আহম্মদ সড়ক হয়ে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে সমবেত হয়।
নেতাকর্মীরা মিছিলে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সহ সকল বন্দীর মুক্তি, সরকারের পদত্যাগ, আওয়ামীলীগের সন্ত্রাস-নির্যাতনের বিরুদ্ধে এবং বিদ্যুৎ, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানো, দলনিরপেক্ষ তত্ত¡াবধায়ক সরকার প্রতিষ্ঠাসহ ১০ দফা বাস্তবায়নের দাবী জানান।
কর্মসূচী শেষে দলের চেয়ারপার্সনের উপদেষ্টা ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক জয়নাল আবদীন ভিপি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এসময় জেলা আহবায়ক শেখ ফরিদ বাহার ও সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম-আহবায়ক এম এ খালেক, আলাউদ্দিন গঠন, আনোয়ার হোসেন পাটোয়ারী, যুবদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খন্দকার, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক এসএম কায়সার এলিন, ছাত্রদল সভাপতি সালাহউদ্দিন মামুন প্রমুখ অংশ নেন।