দৈনিক ফেনীর সময়

ফেনীতে উদীচীর ‘সত্যেন সেন একাদশ জাতীয় গণসংগীত প্রতিযোগিতা’

ফেনীতে উদীচীর ‘সত্যেন সেন একাদশ জাতীয় গণসংগীত প্রতিযোগিতা’

শহর প্রতিনিধি :

‘কারার ঐ লৌহকপাট ভেঙ্গে ফেল কর রে লোপাট’, ‘মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হল বলিদান’ এমনসব গণমুখী কালজয়ী গানের সুরে মুগ্ধতা ছড়িয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ফেনী জেলা সংসদের আয়োজনটি। গতকাল শনিবার সকালে শহরের ট্রাংক রোডের সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা: সাজ্জাদ মিলনায়তনে ‘প্রলয় বাজাও গানে, সাহস জাগাও প্রাণে’ সেøাগানকে ধারণ করে অনুষ্ঠিত হলো উদীচীর জেলা পর্যায়ের একাদশ সত্যেন সেন জাতীয় গণসংগীত উৎসব ও গণসংগীত প্রতিযোগিতা।

জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা এই প্রতিযোগিতায় অংশ নেন। প্রতিযোগিতায় ক বিভাগে (একক) ১ম স্থান অধিকার করেন অদ্রিতি নাথ অথৈ, ২য় স্থান অধিকার করেন সেঁজুতি পাল, ৩য় স্থান অধিকার করেন গৌরব পাল। খ বিভাগে (একক) ১ম স্থান অধিকার করেন নিবেদিতা সাহা, ২য় স্থান অধিকার করেন অনিরুদ্ধ চক্রবর্তী, ৩য় স্থান অধিকার করেন অপূর্ব মজুমদার। গ বিভাগে (একক) ১ম স্থান অধিকার করেন পূর্ণা চক্রবর্তী, ২য় স্থান অধিকার করেন পর্ণা মজুমদার। ‘ঘ’ বিভাগে (দলীয়) ১ম স্থান অধিকার করে উদীচী ফেনী জেলা সংসদ, ২য় স্থান অধিকার করে কিশোর কিশোরী ক্লাব- কাজিরবাগ, ৩য় স্থান অধিকার করেন তুলির ছোঁয়া সাংস্কৃতিক কেন্দ্র।

উদীচী ফেনী জেলার সভাপতি মহিবুল হক চৌধুরী রাসেলের সভাপতিত্বে এবং সহ-সভাপতি মৌসুমি সোম ও সম্পাদকমন্ডলী সদস্য আহমেদ সিয়ামের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি ছিলেন সাংবাদিক ও উদীচী জেলা সংসদের উপদেষ্টা আবু তাহের, ফেনী ন্যাশনাল কলেজের অধ্যক্ষ আব্দুল হালিম, গণতান্ত্রিক আইনজীবী সমিতির কেন্দ্রীয় সহসভাপতি এড. বিমল চন্দ্র শীল, কবি শিখা সেন গুপ্তা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের ফেনী জেলা সাধারণ সম্পাদক সমর দেবনাথ, কবি শাবিহ মাহমুূদ প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!