দৈনিক ফেনীর সময়

লিও ইয়্যুথ ক্যাম্প ২০২৩ “অভিযাত্রী”তে ফেনী লিও ক্লাব সর্বোচ্চ ইভেন্ট বিজয়ের গৌরব অর্জন

লিও ইয়্যুথ ক্যাম্প ২০২৩ “অভিযাত্রী”তে ফেনী লিও ক্লাব সর্বোচ্চ ইভেন্ট বিজয়ের গৌরব অর্জন

সংবাদ বিজ্ঞপ্তি:

লিও জেলা ৩১৫ বি২, বাংলাদেশ আয়োজিত লায়ন্স ইন্টারন্যাশনাল লিও ইয়্যুথ ক্যাম্প ২০২৩ “অভিযাত্রী”তে ফেনী লিও ক্লাব সর্বোচ্চ ইভেন্ট বিজয়ী হাওয়ার গৌরব অর্জন করেছে। গত ২৪-২৬ ফেব্রুয়ারি গণস্বাস্থ্য পিএইচএ, সাভার এ অনুষ্ঠিত হয়েছে লিওদের বৃহৎ ইয়্যুথ ক্যাম্পটি।

গত ২৪ ফেব্রুয়ারি ক্যাম্পের উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন জেলা ৩১৫ বি২, বাংলাদেশ এর গভর্নর বীর মুক্তিযোদ্ধা এবিএম আনোয়ারুল বাসেত এমজেএফ। বিশেষ অতিথি ছিলেন সদ্য প্রাক্তন গভর্নর লায়ন এটিএম নজরুল ইসলাম এমজেএফ, ১ম ভাইস গভর্নর লায়ন আহম্মেদ উজ্জামান এমজেএফ, ২য় ভাইস গভর্নর লায়ন শফিউল হাসান শামীম, কেবিনেট সেক্রেটারি লায়ন শেখ কামাল, কেবিনেট ট্রেজারার লায়ন মোহাম্মদ লতিফ সিদ্দিকী, রিজিওন চেয়ারপারসন হেডকোয়ার্টার লায়ন শাহাদাৎ হোসেন এমজেএফ, ইয়্যুথ ক্যাম্প ও ইয়্যুথ এক্সচেন্জ চেয়ারপার্সন লায়ন এম নাসির উদ্দিন আহম্মেদ, লিও ক্লাবস চেয়ারপার্সন লায়ন বিদ্যুৎ কুমার ঘোষ, ইয়্যুথ চেয়ারপার্সন লায়ন মোহাম্মদ আবু ইমরান, ক্যাম্প ডিরেক্টর লায়ন আহাদ জামিল ববি এমজেএফ, মাল্টিপল লিও জেলা সভাপতি রেজাউল করিম ভূইয়া সুমন, সদ্য প্রাক্তন লিও জেলা সভাপতি শারমীন জুয়াইরিয়া জাহিদ ইনা
লিও জেলা প্রেসিডেন্ট মোঃ মীর হোসেন মাসুদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ১ম সহ-সভাপতি মোঃ মানিক হোসাইন, ২য় সহ-সভাপতি জহির উদ্দিন পারভেজ, ৪র্থ সহ-সভাপতি মুক্তাদির হাসান সিফাত, ক্যাম্পর চেয়ারম্যান রিয়াজ হাসানসহ লিও জেলার প্রাক্তন সভাপতিবৃন্দ এবং বিভিন্ন ক্লাবের লিওবৃন্দ।
লিওদের মাঝে ফেলোশিপ ও ভাতৃত্ববন্ধন গড়ে তুলতে এবারের ক্যাম্পটিকে ক্লাব ভিত্তিক প্রতিযোগিতার সুযোগ না দিয়ে ক্লাবসমূহকে ৮টি টিমে ভাগ করেন ডিষ্ট্রিক্ট প্রেসিডেন্ট। ৮টি টিম দলগতভাবে এডভেঞ্চার, ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক প্রতিযোগিতাগুলোতে ফেনী লিও ক্লাবের ২৭ জন লিও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং সর্বোচ্চ সংখ্যক ইভেন্টে জয়লাভ করে।
ফেনী লিও ক্লাবের ৫ সদস্যের একটি কমিটি উক্ত ক্যাম্পে অংশগ্রহণের সার্বিক প্রস্তুতি বাস্তবায়ন করেছে। ক্যাম্প কমিটিতে ছিলেন এডভাইজরঃ লিও ইউসুফ আহমেদ নিষাদ, চেয়ারম্যানঃ লিও মোজাম্মেল হক মিলন, কো-চেয়ারম্যানঃ লিও রবিউল হাসান রাহীম, সেক্রেটারিঃ লিও ওমর ফারুক রিয়াজ, ট্রেজারারঃ লিও মোঃ জাকারিয়া।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!