দৈনিক ফেনীর সময়

ফেনী পলিটেকনিকে সংঘর্ষের ঘটনার তদন্ত থমকে আছে

ফেনী পলিটেকনিকে সংঘর্ষের ঘটনার তদন্ত থমকে আছে

নিজস্ব প্রতিনিধি :

ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটে গত ১ মার্চ বুধবার দুপুরে ছাত্রলীগের দুই গ্রæপে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনার তদন্ত প্রক্রিয়া থমকে আছে। তদন্ত কমিটির প্রধান ইলেকট্রিক্যাল বিভাগের চীফ ইনস্ট্রাক্টর জয়নাল আবদীন অসুস্থ হয়ে পড়েন। এতে কমিটির নির্ধারিত সময়সীমা পার হলেও তদন্ত প্রতিবেদন আলোর মুখ দেখেনি।

ইনস্টিটিউট সূত্র জানায়, তদন্ত কমিটির কয়েকজন সদস্য অধ্যক্ষ্যের কার্যালয়ে স্থাপিত সিসি ক্যামেরায় ঘটনার দিনের ধারণকৃত দৃশ্য পর্যবেক্ষন করেন। ঘটনার সম্পৃক্তদের মধ্যে তিন-চারজনের পরিচয় শনাক্ত করেন তারা। এর দুইদিন পরই কমিটির আহবায়ক জয়নাল আবদীন হৃদরোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। এরপর তদন্ত কার্যক্রম থমকে যায়। ১০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশনা থাকলেও গত বুধবার নির্ধারিত সময়সীমা পার হয়।

ইনস্টিটিউট অধ্যক্ষ প্রকৌশলী প্রদীপ্ত খিসা জানান, কমিটির আহবায়ক অসুস্থ হয়ে পড়ায় পূণর্গঠন করতে হবে। আগামী সপ্তাহে একাডেমিক কাউন্সিলের সভায় বিষয়টি আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

প্রসঙ্গত; গত ১ মার্চ বুধবার দুপুরে শহীদ শাহাব উদ্দিন ছাত্রাবাসের সামনে পুকুর পাড়ে ছাত্রলীগের দু’গ্রæপের সংঘর্ষে অন্তত ৯ জন আহত হয়। এ ঘটনায় জেলা ছাত্রলীগের পক্ষ থেকে ৬ নেতাকে ছাত্রলীগের পদ থেকে বহিস্কার করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!