দৈনিক ফেনীর সময়

ফেনীর মহাসড়কে ইফতার হাতে মেয়র স্বপন মিয়াজী

ফেনীর মহাসড়কে ইফতার হাতে মেয়র স্বপন মিয়াজী

নিজস্ব প্রতিনিধি :

ফেনী শহরের মহিপালে মাসবাপী ইফতার সামগ্রী বিতরণ শুরু করেছেন পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী। শুক্রবার প্রথম রমজান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারী পরিবহন চালক-শ্রমিক, পথচারী ও অসহায়-গরিব মানুষদের বিনামূল্যে ইফতারি করানো হয়। প্রতিদিনের ইফতারির মেন্যুতে বুট, মুড়ি, বেগুনি, আলুর চপ, খেজুর, জিলাপী ও পানির বোতল সহ কয়েকটি আইটেম রয়েছে।

প্রতিদিন বিকালে দেখা গেছে, আছরের নামাজের পর থেকে মহাসড়কেই দাঁড়িয়ে কয়েকজন স্বেচ্ছাসেবক নিয়ে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেন। পরিবহন শ্রমিকদের গাড়ী থামিয়ে হাতে ধরিয়ে দেন একটি প্যাকেট। সড়কে চলাচলকারী পথচারীরা এখান থেকে ইফতার সংগ্রহ করেন। মাগরিবের আযান হতেই অনেকে প্যাকেট নিতে এগিয়ে আসেন। ইফতার সেবায় নিয়োজিত তরুণরাও বেশ আন্তরিকতায় সবার হাতে তুলে দিচ্ছেন ইফতার।

নজরুল ইসলাম স্বপন মিয়াজী জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জরুরী পণ্য পরিবহনে নিয়োজিত রয়েছে পরিবহন চালক-শ্রমিকরা। ইফতারের সময় চালক ও হেলপারদের হয়রানী থেকে বাঁচাতে তিনি এ কার্যক্রম পরিচালনা করছেন। প্রাথমিকভাবে প্রতিদিন ৫শ লোকের ইফতারির আয়োজন করা হচ্ছে। এদের মধ্যে এলাকার অনেক গরিব-অসহায়, ভ্যানচালক, রিকশাচালক সহ দরিদ্র শ্রেণির মানুষ মহাসড়ক সংলগ্ন ব্যক্তিগত কার্যালয়ের সামনে ইফতার করেন।

পৌর আওয়ামীলীগের এ সাধারণ সম্পাদক বলেন, গত পাঁচ বছর ধরে ইফতার খাওয়ানোর কাজ করতে পেরে নিজকে ভাগ্যবান এবং ধন্য মনে করছি। এখানে ধনী-গরিব সব শ্রেণির লোকই ইফতার করেন। চাহিদানুযায়ী ইফতারির পরিমাণ আরো বাড়ানো হবে এবং রোজার মাসজুড়ে এ কার্যক্রম চলবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!