নিজস্ব প্রতিনিধি :
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ফেনী শহরের বিভিন্ন মসজিদ ও জনবহুল স্পটে সুপেয় পানি সরবরাহের ব্যবস্থা করেছে পৌরসভা।
পৌরসভা সূত্র জানায়, পবিত্র মাহে রমজানে মুসলামানরা সারাদিন রোজার রাখার পর ইফতারের সময় বিশুদ্ধ পানি পানে যেন কোন ধরনের সমস্যার সম্মুখীন হতে না হয় সেজন্য পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীর পক্ষ থেকে এ সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে। শহরের বড় জামে মসজিদের সামনে দুটি, শহীদ শহীদুল্লা কায়সার সড়কের জহিরিয়া জামে মসজিদের সামনে দুটি, ফেনী বড় বাজার, কোর্ট মসজিদের সামনে, কেন্দ্রীয় শহীদ মিনার, তমিজিয়া মসজিদের সামনে, জেনারেল হাসপাতালের সামনে, মহিপাল এলাকাসহ শহরের জনগুরুত্বপূর্ণ স্থানে বিশুদ্ধ পানি ড্রাম বসানো হয়েছে। এছাড়াও বড় গাড়ির মাধ্যমে শহরের বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থানে বিশুদ্ধ পানি সরবরাহ করা হচ্ছে।
ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী ফেনীর সময় কে জানান, পবিত্র মাহে রমজানে কোন রোজাদান যেন বিশুদ্ধ পানি পানে ব্যাঘাত না ঘটে সেজন্য শহরের বিভিন্ন মসজিদ ও জনগুরুত্বপূর্ণ এলাকায় পানি সরবরাহ করা হচ্ছে। এছাড়া বড় গাড়ির মাধ্যমে পানি সরবরাহ করা হচ্ছে।
তিনি আরো জানান, ইফতারের সময় অনেক রোজাদারকে রাস্তায় দেখা যায়। তারা যেন বিশুদ্ধ পানি খেতে পারে সেজন্য ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী পরামর্শক্রমে পুরো রমজান মাস জুড়ে বিশুদ্ধ পানি সরবরাহ অব্যাহত থাকবে।