খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়িতে বিএনপির অবস্থান কর্মসূচির অংশ হিসেবে আওয়ামী লীগ সরকারের বিদ্যুৎ, গ্যাস, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ও দুর্নীতির প্রতিবাদে পূর্ব ঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে খাগড়াছড়ি জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন।
শনিবার বিকালে দলীয় কার্যালয়ের সামনে খাগড়াছড়ি জেলা বিএনপি আয়োজিত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া।
প্রধান অতিথি বলেন, সরকার ক্ষমতা ধরে রাখার জন্য রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করছে। মানুষ এই অবৈধ সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠেছে। নিশি রাতের ভোটে সরকারের হাতে কেউ নিরাপদ নয়।
তিনি আরো বলেন, বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে জনগণের স্বত:স্ফূর্ত অংশগ্রহণ দেখে আওয়ামী লীগ ও সরকারের মনে ভয় সঞ্চার হচ্ছে। নিত্যপণ্যের উর্ধ্বগতির মতো অসংগতি নিয়ে যেই কথা বলছে সরকার তাকেই প্রতিপক্ষ ভেবে হামলা ও মামলা দিচ্ছে বলে মন্তব্য করেছেন ওয়াদুদ ভূইয়া।
এ সময় খাগড়াছড়ি জেলা বিএনপির সহ সভাপতি প্রবীন চন্দ্র চাকমার সভাপতিত্বে আয়োজিত অবস্থান কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, যুগ্ম সম্পাদক অনিশেষ চাকমা রিংকু, জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলাম ও জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ানসহ অন্যান্য নেতৃবৃন্দ।