দৈনিক ফেনীর সময়

ফেনীতে অভাবীদের ইফতার মিলে পৌর ভবনে

ফেনীতে অভাবীদের ইফতার  মিলে পৌর ভবনে

শহর প্রতিনিধি :

রোজাদারদের জন্য দুপুর থেকে তৈরি করা হয় বিভিন্ন ইফতারি। আসরের পর থেকে প্লেটে প্লেটে ছোলা, পেঁয়াজু, বেগুনি, মুড়ি আর জিলাপি দিয়ে প্লেট সাজানো শুরু হয়। ইফতারের সময় ঘনিয়ে এলে দুই পাশে রাখা হয় ইফতারির প্লেট। সাইরেন দেয়ার আগমুহুর্তে সারিবদ্ধভাবে বসে যান রিকশা, ভ্যানচালক ও শ্রমজীবী মানুষ। হাসিমুখে হাতে তুলে নেন ইফতারির প্লেট ও পানির বোতল। ফেনী পৌরসভার নিচতলার বারান্দায় এমন চিত্র প্রতিদিনকার। রমজানের শুরুর দিন থেকে শেষদিন পর্যন্ত শত শ্রমজীবী মানুষের জন্য ইফতারির আয়োজন করেন মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী।

মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী জানান, ইফতারির সময় শ্রমজীবী, খেটে-খাওয়া মানুষ বিশেষ করে রিক্সাচালকরা ইফতারি করতে পারেন না। সেজন্য পৌরসভার পক্ষ থেকে এ উদ্যোগ অব্যাহত রয়েছে। বিনামূল্যে ইফতার পেয়ে নিম্নআয়ের মানুষরা দারুণ খুশি, এখানেই তৃপ্তি।

তিনি জানান, সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী মেয়র থাকাকালীন সময় থেকে ইফতার করানোর আয়োজন শুরু হয়। সাধারণ মানুষের জন্য এ আয়োজন অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!