শহর প্রতিনিধি :
জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে ফেনীতে দাবা প্রতিযোগিতা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শহরের ফেনী গিরিশ অক্ষয় একাডেমিতে প্রধান অতিথি থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মাসুদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাত হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার।
জেলা ক্রীড়া সংস্থার দাবা উপকমিটির সদস্য ও স্থানীয় পৌর কাউন্সিলর বাহার উদ্দিন বাহারের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার সজিব কান্তি রুদ্র, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বিপ্লব, জেলা ক্রীড়া কর্মকর্তা হারুন উর রশীদ, সদস্য আবুল কালাম পাটোয়ারী, তৌহিদুল ইসলাম তুহিন, গিরিশ অক্ষয় একাডেমির প্রধান শিক্ষক তাজুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক অমল চন্দ্র ভৌমিক প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রতিযোগিায় জি.এ একাডেমিকে হারিয়ে ফেনী পাইলট উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। প্রধান আরবিটার হিসেবে দায়িত্ব পালন করেন জাতীয় প্রশিক্ষণপ্রাপ্ত আরবিটার শহীদুল ইসলাম সুমন। এতে ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৬ জন দাবাড়– অংশ নেন।