দৈনিক ফেনীর সময়

ভোরবাজারে যুবদল নেতা শাহাদাতের উপর সরকার দলীয়দের হামলা

ভোরবাজারে যুবদল নেতা শাহাদাতের উপর সরকার দলীয়দের হামলা

অনলাইন ডেস্ক::

ফেনী সদর উপজেলা যুবদলের সদস্য সচিব শাহাদাত হোসেনকে গতকাল রবিবার সন্ধ্যায় ভোরবাজারে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক জখম করেছে সন্ত্রাসীরা। আশংকাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ হামলার জন্য জেলা যুবদল সরকার দলীয়দের দায়ী করেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, গতকাল র‌বিবার ভোরবাজার ব্যবসায়ী সমিতির ইফতার মাহফিল ছিল। সেখানে ইফতার শেষে পূর্ব থেকে ওঁৎপেতে থাকা ১৫-২০জন সন্ত্রাসী যুবদল নেতা শাহাদা‌তের উপর হামলা চালায়। দৌঁ‌ড়ে তিনি বাজারের পাশে একটি বাড়িতে আশ্রায় নেন। সেখানেও দ্বিতীয় দফায় ৩০-৩৫জন সন্ত্রাসী তাকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক জখম করে।

অচেতন হয়ে পড়লে হামলাকারীরা তাকে মৃত ভেবে চলে যায়। বাড়ির লোকজনের শোর-চিৎকারে আশপাশের স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠায়। অবস্থা আশংকাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

শাহাদাত হোসেন

জেলা যুবদলের সাধারণ সম্পাদক খোন্দকার নাসির উদ্দিন ফেনীর সময় কে জানান, শাহাদাতের অবস্থা খুবই আশংকাজনক। স্থানীয় আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন টিপু ও যুবলীগ-ছাত্রলীগের সন্ত্রাসীরা তাকে হত্যার উদ্দেশ্যে দফায় দফায় হামলা চালায়। ইফতারের পর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন টিপুর নির্দেশে যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা আবারো হামলা চালিয়ে তাকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক জখম করেছে।

তিনি আরো বলেন, এরআগেও শাহাদাতের উপর হামলা চালানো হয়েছে। ওই ঘটনায় সে বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন। মামলা প্রত‌্যাহা‌রের জন্য তাকে বার বার চাপ দেয়া হলেও তি‌নি প্রত‌্যাহার না করায় এ হামলা চালানো হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানান জেলা যুবদল।

ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন টিপু অভিযোগ প্রত্যাক্ষান করে ফেনীর সময় কে জানান, ঘটনা শুনেছি। তবে ফরহাদনগরে বিএনপি ও যুবদল-ছাত্রদলের ২-৩টি গ্রুপ রয়েছে। তাদের গ্রুপিং এর কারনে এ ঘটনা ঘটেছে। এ ঘটনার সাথে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের দূরতম সম্পর্কও নেই। এটা তাদের অভ্যন্তরীণ কোন্দলের ফসল।

ফেনী মডেল থানার ওসি মো: নিজাম উদ্দিন জানান, বিষয়টি শুনেছি। তবে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ঘটনার তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!