দৈনিক ফেনীর সময়

সিটি ইউনিভার্সিটির নতুন প্রো-ভিসি ফেনীর ড. কাজী শাহাদাৎ কবীর

সিটি ইউনিভার্সিটির নতুন প্রো-ভিসি  ফেনীর ড. কাজী শাহাদাৎ কবীর

নিজস্ব প্রতিনিধি :

রাজধানীর সিটি ইউনিভার্সিটির নতুন প্রো-ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর ড. কাজী শাহাদাৎ কবীর। এর আগে তিনি সোনারগাঁও ইউনিভার্সিটিতে কর্মরত ছিলেন। রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি বিশ্ববিদ্যালয়-১ শাখার উপ-সচিব ড. মো: ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে নিযুক্ত করা হয়।

প্রফেসর ড. কাজী শাহাদাৎ কবীর ফেনী সরকারী কলেজের প্রাক্তণ অধ্যক্ষ অধ্যাপক কাজী হুমায়ুন কবিরের একমাত্র ছেলে। তিনি ২০০৬ সালে মালয়েশিয়া থেকে পিএইচডি শেষে নর্দান ইউনিভার্সিটিতে সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন। আউটস্ট্যান্ডিং রিচার্স এন্ড পাবলিকেশন এর কারনে ২০০৮ সালে সহযোগী অধ্যাপক ও ২০১৪ সালে অধ্যাপক পদে পদোন্নতি পান। ২০২২ সন পর্যন্ত নর্দার্ন ইউনিভার্সিটিতে অধ্যাপক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি হেড ডিপার্টমেন্ট অব গভর্নেন্স ও পাবলিক পলিসি, পরিচালক, ইনিস্টিউশনাল কোয়ালিটি এনুরেন্স সেল ও দুই বছর রেজিস্ট্রারের দায়িত্ব পালন করেন। ২০২২ সালের আগস্ট মাসে তিনি সোনারগাঁও ইউনিভার্সিটিতে অধ্যাপক ও পরিচালক, ইনস্টিটিউশনাল কোয়ালিটি এসুরেন্স সেলের দায়িত্বে যোগ দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!