নিজস্ব প্রতিনিধি :
অতিপ্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’র প্রভাবে ফেনীতে বন্ধ রাখা হতে পারে গ্যাস সংযোগ। বাখরাবাদ গ্যাসের পক্ষ থেকে গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ঘুর্ণিঝড় মোখার প্রভাবে নিরাপত্তার স্বার্থে এলএনজি সরবরাহ বন্ধ রয়েছে। ফলে সমগ্র কুমিল্লা, ফেনী ও চাঁদপুর জেলায় পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত গ্যাসের স্বল্পচাপ ও কোন কোন এলাকায় গ্যাস সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ থাকতে পারে। সাময়িক এ অসুবিধার জন্য বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দু:খিত।
এদিকে ঘূর্ণিঝড় মোখা আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর ও ঘণীভ‚ত হয়ে রোববার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে কক্সবাজার-উত্তর মিয়ানমার উপক‚ল অতিক্রম করতে পারে।আর আজ রাত থেকে চট্টগ্রাম ও বরিশাল বিভাগের উপক‚লীয় এলাকায় অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’র অগ্রভাগের প্রভাব শুরু হতে পারে।