নিজস্ব প্রতিনিধি :
ফেনী শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের ইসলামপুর রাস্তার মাথায় যুবদলের মিছিল থেকে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় জেলা যুবদল সভাপতি জাকির হোসেন জসিম, ছাত্রদল সভাপতি সালাহউদ্দিন মামুন ও সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন সহ ৭০ জনকে আসামী করে থানায় মামলা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক থেকে বের হওয়া মিছিলটি ইসলামপুর রোডে প্রবেশের সময় পুলিশ জালাল উদ্দিন ও আবদুর রহিম রুবেল নামে দুইজনকে গ্রেফতার করে। জালাল পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক। রুবেলের বাড়ি সোনাগাজী উপজেলার চরছান্দিয়া ইউনিয়নে।
এদিকে পুলিশ সূত্র জানায়, পুলিশের কর্তব্যকাজে বাধা দেয়ার অভিযোগে ফেনী মডেল থানার এসআই মো: হায়াত উল্যাহ বাদি হয়ে মামলা দায়ের করেন। মামলায় জসিম, মামুন ও মিলন ছাড়াও যুবদলের সিনিয়র সদস্য আতিকুর রহমান মামুন, ফেনী পৌর আহবায়ক জাহিদ হোসেন বাবলু, সদর উপজেলা আহবায়ক নিজাম উদ্দিন মাষ্টার, যুগ্ম-আহবায়ক ফরিদুল ইসলাম রাহাতকে মামলার আসামী দেয়া হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা ও ফেনী মডেল থানার এসআই মামুন হোসেন জানান, গ্রেফতার দুইজনকে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।