শহর প্রতিনিধি :
ফেনী শহরের দাউদপুর এলাকায় সদ্য প্রতিষ্ঠিত আল-মদিনা হাসপাতালে অপারেশন থিয়েটারে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় অপারেশন থিয়েটারে ডাক্তারকে আটকে রেখে তালা দিয়ে দেয় স্বজনরা।
নিহতের স্বজনরা জানান, ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের মধ্যম ফরহাদনগর এলাকার সাইফুল ইসলামের ছেলে ওসমান গনি (৫) কে হার্নিয়া অপারেশনের জন্য গতকাল শনিবার আল-মদিনা হাসপাতালে ভর্তি করা হয়। দুপুর আড়াইটার দিকে ফেনী জেনারেল হাসপাতালে সার্জারি বিশেষজ্ঞ ডা: আদনান আহমেদ তার অপারেশন শুরু করেন। দীর্ঘক্ষণ অপারেশন কক্ষ থেকে ওসমানকে বের না করে বিকাল ৫টার দিকে আইসিইউ প্রয়োজন বলে জানান। তখন স্বজনরা ভিতরে গিয়ে ওসমান মারা গেছে। একপর্যায়ে তারা উত্তেজিত হয়ে ডাক্তারকে আটকে রেখে অপারেশন থিয়েটারের বাইরে তালা ঝুলিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার পর হাসপাতালের লোকজন পালিয়ে যাওয়ায় বক্তব্য জানা যায়নি। তবে পুলিশ বলছে, তারা বিস্তারিত জানার চেষ্টা করছেন।