নিজস্ব প্রতিনিধি :
পাঠক-শুভানুধ্যায়ীদের ভালোবাসায় সিক্ত হয়ে নতুন বছরে পথ চলতে শুরু করেছে দৈনিক ফেনীর সময়। বুধবার বিকালে শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের বেষ্ট ইন চাইনীজ রেষ্টুরেন্টে ১৫ বছরে পদার্পন অনুষ্ঠান বিশিষ্টজনদের মিলনমেলায় পরিণত হয়। উৎসবমুখর এ আয়োজনে প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনীতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, ব্যবসায়ী, সাংস্কৃতিক কর্মী সহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিগন অংশ নেন। বিশিষ্টজনরা তাদের বক্তব্যে পত্রিকাটির সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় ভূয়শী প্রশংসা করে উত্তরোত্তর সাফল্য কামনা করেন। প্রকাশনার শুরু থেকে নানা চড়াই-উৎরাই পেরিয়ে আসার স্মৃতিচারণ করেন অনেকে। পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে আলোচনা অনুষ্ঠান শুরু হয়। শেষে আনন্দঘণ পরিবেশে কেক কাটা হয়। এরপর ফেনীর সময় পরিবারকে বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠান ও ব্যক্তির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। প্রবীণ সাংবাদিক ও ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি মীর হোসেন মীরুর নেতৃত্বে সাপ্তাহিক ফেনী বার্তা পরিবার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, সভাপতি প্রফেসর রফিক রহমান ভূঁইয়ার নেতৃত্বে জেলা সুজন, জেলা আওয়ামীলীগের আইন সম্পাদক এম. শাহজাহান সাজু, জেলা সাংষ্কৃতিক কর্মকর্তা এসএমটি কামরান হাসান, সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম এর নেতৃত্বে ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি, সভাপতি সামছুল করিম মজুমদার ও সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিনের নেতৃত্বে ফেনী জেলা ব্যাংকার্স ফোরাম, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থা, সভাপতি মামুনুর রশিদ মিলনের নেতৃত্বে জেলা ফুটবল এসোসিয়েশন, সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারীর নেতৃত্বে শহর ব্যবসায়ী সমিতি, ইকবাল আলম ও সিরাজুল ইসলামের নেতৃত্বে শহর ব্যবসায়ী কল্যাণ সমিতি, সভাপতি শুকদেব নাথ তপনের নেতৃত্বে ফেনী রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ), সদর উপজেলা শিক্ষক সমিতি, ডা: আলাউদ্দিন মজুমদারের নেতৃত্বে ডা: আলাউদ্দিন-তাসলিমা ফাউন্ডেশন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এসএম কায়সার এলিন, সভাপতি তোফায়েল আহমদ তপু ও সাধারণ সম্পাদক নুর করিম জাবেদের নেতৃত্বে জেলা ছাত্রলীগ, জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক শওকত আলী জুয়েল পাটোয়ারী ও রশিদ মজুমদার, সম্মিলিত সাংস্কৃতিক জোট, বলপয়েন্ট সাহিত্যজন, দৈনিক ফেনীর সময় লেখক-পাঠক ফোরাম, সবুজ আন্দোলন, অধ্যক্ষ এম. মামুনুর রশিদের নেতৃত্বে ফেনী সিটি গার্লস হাই স্কুল, সভাপতি শাহজালাল ভূঞা ও সাধারণ সম্পাদক সোলায়মান হাজারী ডালিমের নেতৃত্বে ইয়ুথ জার্নালিস্ট ফোরাম, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তুহিনের নেতৃত্বে টাউন ক্লাব- ফেনী, সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন রবিনের নেতৃত্বে ক্রিকেট এসোসিয়েশন অব ফেনী, ডিআরআর শরীফুল ইসলাম অপুর নেতৃত্বে রোটার্যাক্ট পরিবার, রোটারী ক্লাব অব ফেনী অপূর্ব, রোটারী ক্লাব অব ফেনী সেন্ট্রাল, সভাপতি এমরান পাটোয়ারী ও সাধারণ সম্পাদক শেখ আশিকুন্নবী সজিবের নেতৃত্বে ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন মজুমদারের নেতৃত্বে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, সভাপতি সেফায়েত উল্যাহর নেতৃত্বে বন্ধুর বন্ধন, ন্যাশনাল ব্যাংক কর্মকর্তা মিজানুর রহমান হিরো, ফেনী মুহুরী লিও ক্লাব, ফেনী স্ট্যান্ট ওয়ারিয়র্স, ফেনী পশ্চিমাঞ্চল কমিউনিটি, স্বদেশপত্র সম্পাদক এনএন জীবন, ফেনী সেন্ট্রাল লিও ক্লাব, স্বদেশকন্ঠ সম্পাদক নুর তানজিলা রহমান, সভাপতি মঞ্জিলা মিমি ও সাধারণ সম্পাদক দুলাল তালুকদারের নেতৃত্বে সহায়, জেলা ছাত্রলীগ সহ-সভাপতি সাহেদ আকবর অভি, ভলেন্টিয়ার সার্কেল, হেল্প ফর টুডে, ইউনাইটেড ট্রাস্ট প্রমুখ শুভেচ্ছা জানান।