দৈনিক ফেনীর সময়

রোটার‍্যাক্টের ডিআরআর হিসেবে দায়িত্ব নিয়েছেন ফেনীর অপু

রোটার‍্যাক্টের ডিআরআর হিসেবে দায়িত্ব নিয়েছেন ফেনীর অপু

অনলাইন ডেস্ক :

আন্তর্জাতিক সেচ্ছাসেবী সংগঠন রোটারি ইন্টারন্যাশনাল এর যুব সংগঠন রোটার‍্যাক্ট জেলা সংগঠন ৩২৮২ বাংলাদেশ এর ডিআরআর (ডিস্ট্রিক্ট রোটার‍্যাক্ট রিপ্রেজেনটেটিভ) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ফেনীর সন্তান শরিফুল ইসলাম অপু। গতকাল ১লা জুলাই শোভাযাত্রার মাধ্যমে রোটারির নতুন বছর ২০২৩-২৪ শুরু হয়েছে। একইদিন চট্রগ্রাম ইঞ্জিনিয়ার ইন্সটিটিউট মিলনায়তনে আন্তর্জাতিক ভাবে প্রসিদ্ধ সেচ্ছাসেবী যুব সংগঠন রোটার‍্যাক্ট জেলা সংগঠন ৩২৮২ বাংলাদেশ এর রোটার‍্যাক্ট জেলা প্রতিনিধি (ডিআরআর) হিসেবে পূর্ববর্তী ডিআরআর কুমিল্লার সাজ্জাদ হোসেন থেকে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। বাংলাদেশের অর্ধেক অংশের প্রায় ২০০টি রোটার‍্যাক্ট ক্লাবকে নেতৃত্ব দিবেন তিনি। সেচ্ছাসেবী যুব সংগঠক হিসেবে জাতীয় পর্যায়ে ফেনী থেকে তিনিই প্রথম এমন দায়িত্ব পালন করছেন। উল্লেখ্য ২০০৮ সালে রোটার‍্যাক্ট ক্লাব অব ফেনী সেন্ট্রাল এর মাধ্যমে তিনি এ সংগঠনে সম্পৃক্ত হন। দীর্ঘদিন সংগঠনের নানা দায়িত্ব পালনের মাধ্যমে তিনি সর্বোচ্চ পদে দায়িত্ব গ্রহণ করেছেন। আগামী বছরের ৩০শে জুন পর্যন্ত এ দায়িত্ব পালন করবেন তিনি। এ সময়টায় পরিবেশ উন্নয়ন ,শিক্ষা,স্বাস্থ্যসেবা, ক্যারিয়ার সেমিনার সহ যুব নেতৃত্ব বিকাশে নানা কর্মসূচি পালন করবেন। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!