ঢাকা অফিস :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইতিহাস এলামনাই এসোসিয়েশন- ঢাকা চ্যাপ্টারের মিলনমেলা ও দ্বিবার্ষিক সাধারণ সভা শুক্রবার বিকালে লালবাগ কেল্লার সম্মুখস্থ ওয়াটার গার্ডেন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। এসোসিয়েশনের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ইতিহাস বিভাগের সাবেক অধ্যাপক প্রফেসর হায়াত হোসেন। বিশেষ অতিথি ছিলেন সাবেক সচিব ড. মোহাম্মদ জকরিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আবু মো: দেলোয়ার হোসেন, ইতিহাসবিদ জনাব নুরুল আলম কিরণ প্রমুখ। অনুষ্ঠানে দশম ব্যাচ থেকে ৫৩তম ব্যাচ পর্যন্ত শতাধিক ইতিহাসবিদ ও এলামনাই সদস্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ১৮তম ব্যাচের ইতিহাসবিদ তাজুল ইসলামকে সভাপতি এবং ২২তম ব্যাচের ইতিহাসবিদ, গবেষক ও উন্নয়ন বিশেষজ্ঞ নাজমুল হককে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৩৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন হয়।
নাজমুল হক ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের ইলাশপুর গ্রামের মিয়াবাড়ির সন্তান। তিনি মেধা ও যোগ্যতার মাধ্যমে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা মুসলিম এইড ইউকে এর চীফ এক্সিকিউটিভ অফিসার, কমিউনিটি পাটনার ইউএসএ এর উপদেষ্টা ছিলেন। তিনি ইউ.কে, সুদান, সোদিআরব, দুবাই, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, ভারত ও নেপাল ইত্যাদি দেশ সফর করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এম.এ, বাংলাদেশ ইনিষ্টিটিউট অব ম্যানেজমেন্ট থেকে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি, ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এমফিল পিএইচডি (গবেষক) ডিগ্রি লাভ করেন। তিনি একজন মেধাবী গবেষক, প্রাবন্ধিক ও উন্নয়ন বিশেষজ্ঞ।