দৈনিক ফেনীর সময়

আবদুর রহমান বি.কম এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

আবদুর রহমান বি.কম এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিনিধি :

আওয়ামীলীগের জাতীয় পরিষদের সাবেক সদস্য, ফেনী জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুর রহমান বি.কম এর মৃত্যুবার্ষিকী আজ রবিবার। ২০২১ সালের এদিনে শহরের উকিলপাড়ার নিজ বাসভবনে তিনি মারা যান। দিনটি উপলক্ষে সকাল ১১টার দিকে জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে কবরে শ্রদ্ধা নিবেদন করা হবে। এসময় আওয়ামী লীগ নেতাকর্মীদের পাশাপাশি পরিবারের সদস্যরাও উপস্থিত থাকবেন। বাদ আসর ফেনী কেন্দ্রীয় বড় জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

আবদুর রহমান বি.কম ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। দেশ ভাগ হওয়ার আগে তিনি বৃহত্তর নোয়াখালী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ছিলেন। ফেনী জেলা ঘোষণার আগে দীর্ঘদিন মহকুমা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন রহমান বি.কম। আশির দশকের সম্মেলনে আবদুল মালেক সভাপতি ও জয়নাল আবদীন হাজারী সাধারণ সম্পাদক হন। ওই কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদকের দায়িত্ব পান রহমান বি.কম। জয়নাল হাজারী দেশান্তরী হওয়ার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদন হন তিনি। জেলার রাজনীতির নয়া মেরুকরনে সামনের সারিতে থেকে অগ্রনী ভ‚মিকা পালন করেন আবদুর রহমান বি.কম। ২০০৯ সালে উপজেলা পরিষদ নির্বাচনে ফেনী সদর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। ২০১২ সালের ডিসেম্বরে জেলা আওয়ামীলীগের সম্মেলনে সভাপতি হন রহমান বি.কম। ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনেও উপজেলা চেয়ারম্যান হন। ২০১৯ সালে জেলা আওয়ামীলীগের সম্মেলনে বাদ পড়ায় জাতীয় পরিষদ সদস্য হিসেবে অন্তভ‚ক্তির ঘোষণা দেয়া হয়।

আওয়ামীলীগের রাজনীতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন ছিলেন আবদুর রহমান বি.কম। রাজনীতি ছিল তার জীবনের অবিচ্ছেদ্য অংশ। অসুস্থ কিংবা পারিবারিক ব্যস্ততা রাজনীতিক কর্মসূচীতে বাধা হতে পারেনি। জীবনের শেষমুহুর্তেও জীর্ণশীর্ণ শরীর নিয়ে সরকারি ও দলীয় কর্মসূচীতে তার সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মৃত্যুর ক’দিন আগে ৮ আগস্ট জাতির জনকের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জন্মবার্ষিকীর আলোচনা সভায় অংশ নিয়েছিলেন। এর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকীতে প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনেও অংশ নেন তিনি। দলীয় কর্মসূচী ও প্রশাসনের সভা-সেমিনারে গঠনমূলক বক্তব্যে নজর কাড়তো সবার। শুধু তাই নয়, দল-মত নির্বিশেষে যেকোন সামাজিক আচার-অনুষ্ঠানে ছুটে যেতেন তিনি।

আবদুর রহমান বি.কম আমৃত্যু ফেনী কেন্দ্রীয় বড় জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ও ফেনী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সহ-সভাপতি ছিলেন। এছাড়া ফেনী ডায়াবেটিক সমিতির অন্যাতম প্রতিষ্ঠাতা ও দীর্ঘকাল সহ-সভাপতি, ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি, ফেনী সেন্ট্রাল হাই স্কুল পরিচালনা পর্ষদের সাবেক সাধারণ সম্পাদক সহ বিভিন্ন ধর্মীয়, সামাজিক, স্বেচ্ছাসেবী ও সেবামূলক প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!